ফিটনেসের উপর নির্ভর করছে সাকিবের চট্টগ্রাম টেস্টে খেলা: পাপন
প্রকাশিত: ১১:৩২ ১৪ মে ২০২২

ফাইল ছবি
করোনামুক্ত হয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে ফিটনেসের উপর নির্ভর করবে প্রথম টেস্টে সাকিবের অংশ নেয়া। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গত মঙ্গলবার দেশে ফিরেই করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হন সাকিব। দু’দফায় পরীক্ষার পর তার করোনার ফল পজিটিভ আসে। ফলে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে পড়েন তিনি।
তবে করোনায় আক্রান্ত হবার তিন দিন পর নেগেটিভ হলেন সাকিব। এতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা বেড়েছে। তবে সবকিছুই নির্ভর করছে, শারীরিকভাবে কতটা ফিট সাকিব।
সাকিবের ব্যাপারে সাংবাদিকদের বিসিবি সভাপতি পাপন বলেন, সাকিব আমাকে জানিয়েছিল, ও নেগেটিভ। সে অ্যান্টিজেন টেস্ট করেছে। সেখানে নেগেটিভ আসে। পরে পিসিআর টেস্ট করে। সেখানেও নেগেটিভ আসে তার। তবু আমাদের প্রটোকল অনুযায়ী, তাকে করোনা পরীক্ষা করিয়েছি আমরা। সেখানেও নেগেটিভ ফলাফল এসেছে।
তিনি আরো বলেন, তার সাথে কথা হয়েছে, বিষয়টা হলো, সে কিন্তু অনুশীলনে নেই, খেলার মধ্যে নেই। ২-৩ দিন আগে আমাকে বলেছিল শারীরিকভাবে ভালোবোধ করছে সে। এটি পুরোটাই যেহেতু স্বাস্থ্য বিষয়ক ইস্যু। তাই এখানে মেডিকেল টিমের যারা আছে, ফিটনেস টিমের যারা আছে, তারা সবাই তাকে পর্যবেক্ষণ করবে। সে শুধু কালকে একদিন অনুশীলনের সুযোগ পাবে।
দলের সঙ্গে যুক্ত হলেও সাকিব খেলবে কি-না, সেটি নির্ভর করছে তার ফিটনেসের উপর। পাপন বলেন, হয়তো সাকিব খেলবে, নাও খেলতে পারে। এটা এখন বলাটা মুশকিল। সবকিছুই ওর ওপর নির্ভর করছে, ওর ফিজিক্যাল ফিটনেসের বিষয় আছে। এখানে আবেগ দিয়ে ভাবার সুযোগ নেই। কারণ কোভিড থেকে সুস্থ হয়েই মাঠে নেমে পড়া সহজ নয়।
তিনি আরো বলেন, এখানে খেলা যদি ওয়ানডে টি-২০ হতো, আমরা বলতাম খেলো। কিন্তু এখানে পাঁচদিনের খেলা। আমরা চাই না তার জন্য কোন বাড়তি চাপ বা বোঝা হোক। সেজন্য আমরা সাবধানে এগোবো। তবে তার উপর পূর্ণ স্বাধীনতা দেয়া আছে।
তবে সাকিব যদি খেলতে চায়, তবে তাতে না করবে করার কোন সুযোগ নেই বলে জানান পাপন। সাবিকের ইচ্ছার উপরই সবকিছু নির্ভর করছে বলে জানান তিনি, ‘সাকিব যদি খেলতে চায়, অবশ্যই খেলবে। তাকে তো না করার কোন সুযোগ নেই। সাকিবের ইচ্ছার উপরই নির্ভর করছে। তার ফিটনেস দেখা হবে। অনুশীলনের পর সে যদি মনে করে, সে খেলতে পারবে, আমাদের বলবে ও ট্রেইনার যদি ক্লিয়ারেন্স দিয়ে দেয় তাহলে অবশ্যই সে খেলবে'।
দীর্ঘদিন ধরেই টেস্ট খেলছেন না সাকিব। সর্বশেষ গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে খেলেন তিনি। এরপর পারিবারিক কারনে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফর করেননি সাকিব।
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা ছিলো সাকিবের। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে পারিবারিক সমস্যার কারনে দেশে ফিরে আসেন সাকিব।
তবে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে আগ্রহী ছিলেন সাকিব। এজন্য প্রস্তুতি হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বেশ কয়েকটি ম্যাচও খেলেছিন সাকিব।
ডেইলি বাংলাদেশ/এএল