নদীর তীরে নবজাতকের কান্না
প্রকাশিত: ০০:৫৬ ১৪ মে ২০২২ আপডেট: ০১:০২ ১৪ মে ২০২২

ছবি: সংগৃহীত
কান্নার শব্দ শুনে ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউপির সন্দ্বিতারা গ্রামের বংশীনদীর তীর থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মনিরুজ্জামান মনির ঘটনাস্থলে গেলে এলাকাবাসী ওই নবজাতককে হস্তান্তর করেন।
এলাকাবাসী জানান, শুক্রবার রাত ৮টার দিকে ধামরাই উপজেলার চৌহাট ইউপির সন্দ্বিতারা গ্রামের বংশী নদীর পাড়ে এক নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান পথচারীরা। ভুত হতে পারে ভেবে সংঘবদ্ধ হয়ে নদীর পাড়ে এগিয়ে যান তারা। টর্চ ও মোবাইল ফোনের লাইটের আলোতে তারা ওই সদ্য নবজাতক পুত্রসন্তানকে দেখতে পান। এরপর ওই নবজাতকটিকে উদ্ধার করে তাৎক্ষণিক কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশকে খবর দেন।
এসআই মো. মনিরুজ্জামান মনির বলেন, নবজাতকটির কোনো পরিচয় পাওয়া যায়নি। কান্নার আওয়াজ শুনে পথচারীরা নদীর পাড় থেকে এ নবজাতকটি উদ্ধার করেন। ডিএনএ পরীক্ষার সূত্র ধরেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এমকে