কক্সবাজারে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত: ২৩:৫২ ১৩ মে ২০২২

ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং ইউপির ২ নম্বর ওয়ার্ড করাছি পাড়ায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক হায়াত উল্লাহ উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬, ডি/৪, ব্লক-ই/১১ এর সলিমুল্লাহার ছেলে।
বুধবর সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এর পক্ষে অধিনায়ক মো. বিল্লাল উদ্দিন।
তিনি জানান, টেকনাফ থানার সাবরাং ইউপির করাচিপাড়া সাকিনপাড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মাদক ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হায়াতউল্লাহকে ইয়াবাসহ আটক করে র্যাব। এ সময় তার দেহ তল্লাশি করে হাতে থাকা শপিং ব্যাগ থেকে ৫ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা করার জন্য জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকে