১০ হাজার ইয়াবা নিয়ে ধরা খেলেন মফিজ
প্রকাশিত: ১৮:৪১ ১৩ মে ২০২২

আটক মফিজ
কুমিল্লায় ১০ হাজার ৫০টি ইয়াবাসহ মো. মফিজুল ইসলাম নামে ৩৯ বছর বয়সী এক যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মফিজুল দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তার পকেটে হাকিমপুর প্রতিনিধি পরিচয়ে দৈনিক প্রভাতের আলো ও ট্রাস্ট নিউজ২৪ ডটকম নামে দুটি গণমাধ্যমের আইডি কার্ড পাওয়া গেছে।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় একটি মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশি চালিয়ে এয়ার ফিল্টার থেকে ১০ হাজার ৫০টি ইয়াবা ও ২৫ গ্রাম ভাঙা ইয়াবা উদ্ধার করা হয়। পরে মফিজুল ইসলামকে আটক করা হয়। পরে মামলা দিয়ে তাকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মোটরসাইকেলে ইয়াবা নিয়ে দিনাজপুরে নিতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান মফিজ।
ডেইলি বাংলাদেশ/এমআর