ঘরোয়া চুক্তি থেকেও বাদ পেইন
প্রকাশিত: ১৮:২৬ ১৩ মে ২০২২

টিম পেইন
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইনকে ২০২২-২৩ মৌসুমের ঘরোয়া চুক্তিতে রাখেনি দেশটির রাজ্য দল তাসমানিয়া। যে কারণে অনেকের মতেই তার ক্যারিয়ার এখন হুমকির মুখে।
২০১৭ সালে ক্রিকেট তাসমানিয়ার নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে বার্তা পাঠিয়েছিলেন পেইন। ক্রিকেট তাসমানিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে সেই কুরুচিপূর্ণ বার্তার প্রমানও মিলে।
প্রমান হবার পর টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন পেইন। দায়িত্ব ছাড়ার কিছুদিন পর ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাবার ঘোষনাও দেন তিনি।
তবে গত ফেব্রুয়ারিতে তাসমানিয়ার কোচিং প্যানেলে যুক্ত হয়েছিলেন ৩৭ বছর বয়সী পেইন। তাসমানিয়ায় সহকারী কোচ হিসেবে যোগ দেন তিনি। আশা করা হয়েছিলো ভবিষ্যতে মাঠে দেখা যাবে তাকে। কিন্তু তাসমানিয়ার নতুন চুক্তির তালিকায় নাম নেই পেইনের।
এতে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের ক্রিকেট ক্যারিয়ার সম্ভবত শেষ। গুঞ্জন উঠেছে, নিজেও ক্রিকেটজীবন আর দীর্ঘায়িত করতে চান না পেইন। ঘরোয়া বা প্রতিযোগিতামূলক কোন দলের হয়ে কোচিং প্যানেলে কাজ করার ইচ্ছা রয়েছে তার।
দেশের হয়ে ৩৫টি টেস্টে ১৫৩৪ রান, ৩৫টি ওয়ানডেতে ৮৯০ রান ও ১২টি টি-২০তে ৮২ রান করেছেন পেইন।
ডেইলি বাংলাদেশ/এএল