মাদারীপুরে সড়ক দুর্ঘনায় শিশু নিহত, আহত ২
প্রকাশিত: ১৮:০৭ ১৩ মে ২০২২

দুর্ঘটনার স্থান টেকেরহাট সেতু- ফাইল ছবি
মাদারীপুরে রাজৈরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। শুক্রবার দুপুর দেড়টার দিকে ঐ উপজেলার টেকেরহাট বন্দরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজৈরের ঘোষালকান্দি গ্রামের হাফিজুল ফকিরের সন্তান হাফসাকে নিয়ে তার দাদা হালিম ফকির ভ্যানে করে টেকেরহাট বন্দরে যাচ্ছিলেন। ঐ সময় বরিশাল থেকে বাংলাবাজারগামী বিএমএফ পরিবহনের একটি বাস তাদের ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থনেই শিশু হাফসা নিহত এবং তার দাদা হালিম ফকির ও ভ্যানচালক এসকান শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর পরই বাস ফেলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে বাসসহ তাকে আটক করা হয়েছে। শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর