খুলনায় দেয়াল ধসে আহত ৩ শিশুর একজনের মৃত্যু
প্রকাশিত: ১৬:৪২ ১৩ মে ২০২২ আপডেট: ১৬:৪৪ ১৩ মে ২০২২

দুর্ঘটনার স্থান- ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনায় বিদ্যুৎ অফিসের পেছনের দেয়াল ধসে আহত তিন শিশুর মধ্যে তামিম নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে মহানগরীর সোনাডাঙ্গা হেলথ কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তামিম নগরীর করিমনগর এলাকার মিঠু আকনের ছেলে। তামিমের বড় বোন জান্নাত বিষয়টি নিশ্চিত করে দোষীদের বিচার দাবি করেন।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর বয়রা এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) অফিসের পেছনের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় করিমনগর এলাকার মাসুদ রানার ছেলে ইয়ামিন ও রাব্বি আহত হয়েছে।
আরো পড়ুন: ৩ শিশুর ওপর ধসে পড়লো বিদ্যুৎ অফিসের দেয়াল
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, ওজোপাডিকো অফিসের পেছনের জরাজীর্ণ দেয়াল সংস্কার করার জন্য সম্প্রতি দুই পাশের প্লাস্টার খুলে ফেলা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে হঠাৎ প্রায় ১০০ ফুট দেয়াল ধসে পড়ে। এতেই এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দেয়াল ধসে শিশুর মৃত্যুর খবর জানেন না বলে মন্তব্য করেছেন ওজোপাডিকো পরিচালক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম।
ডেইলি বাংলাদেশ/এআর