টিভি দেখতে এসে বলাৎকার, পালিয়েও রক্ষা হলো না কিশোরের
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:৩৯ ১৩ মে ২০২২

প্রতীকী ছবি
নওগাঁর রাণীনগরে ১২ বছর বয়সী শিশুকে বলাৎকারের অভিযোগে আবু জিহাদ নামে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্যরাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার জিহাদ একই গ্রামের হারুন শেখের ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, সকালে পাশের বাড়ির জিহাদকে নিয়ে ঘরে টিভি দেখছিল ওই শিশু। ঘরে কেউ না থাকার সুযোগে কুপ্রস্তাব দেয় জিহাদ। এতে রাজি না হওয়ায় তাকে বলাৎকার করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে জিহাদ পালিয়ে যায়।
ওসি আরো জানান, এ ঘটনায় রাণীনগর থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। মামলার পর মধ্যরাজাপুর গ্রাম থেকে জিহাদকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর