পেশা বদলই কাল হয়ে দাঁড়াল মালেকের, জমিতেই হলেন লাশ
প্রকাশিত: ১৬:১১ ১৩ মে ২০২২

ফাইল ছবি
সম্প্রতি ধানকাটা শ্রমিকের সংকট সৃষ্টি হয়। এতে বেড়ে যায় শ্রমিকের মজুরি। ফলে ভ্যান চালানো বন্ধ রেখে কৃষিশ্রমিকের কাজ শুরু করেন আব্দুল মালেক। তবে পেশা বদলই কাল হয়ে দাঁড়াল তার। লাশ হয়ে পড়ে থাকলেন জমিতেই। বজ্রপাতে মৃত্যু হয় তার। আহত হয়েছেন আরও একজন কৃষিশ্রমিক।
ঘটনাটি বগুড়ার শেরপুর উপজেলার। শুক্রবার দুপুর ১টার দিকে ওই উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং মধ্যপাড়া গ্রামে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন তারা।
মৃত ৪৫ বছর বয়সী আব্দুল মালেক উচরং মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ। আহত কৃষিশ্রমিকের নাম ফেরদৌস আলম। ৪৬ বছর বয়সী ফেরদৌসও একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর উপজেলাসহ পুরো জেলায় শুক্রবার সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়। এদিন দুপুরের দিকে বৃষ্টি থামলেও বিকেল পর্যন্ত আকাশ মেঘলা ছিল। দুপুরে আব্দুল মালেক ও ফেরদৌসসহ অন্য শ্রমিকরা উচরং মধ্যপাড়া গ্রামে কৃষি জমিতে কাজ করছিলেন। ওই সময় তারা বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই আব্দুল মালেকের মৃত্যু হয়। আহত হন ফেরদৌস। ফেরদৌসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সম্প্রতি আব্দুল মালেক ভ্যান চালানো বন্ধ রেখে কৃষিশ্রমিকের কাজ শুরু করেছিলেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মৃতের স্বজনরা লাশ নিয়ে বাড়িতে গেছেন। আহত ফেরদৌস হাসপাতালে চিকিৎসাধীন। কৃষিজমিতে কাজ করার সময় তারা বজ্রপাতের শিকার হন।
ডেইলি বাংলাদেশ/আরএম