স্কুলে হঠাৎ বজ্রপাত, শিক্ষিকা-শিক্ষার্থীসহ আহত ১২
প্রকাশিত: ১৫:৩৮ ১৩ মে ২০২২

ছবি: প্রতীকী
স্কুলে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎই বজ্রপাত। আচমকা বাজ পড়ার ঘটনায় আহত হন শিক্ষিকা-শিক্ষার্থীসহ অন্তত ১২ জন।
বৃহস্পতিবার (১২ মে) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার বংশিধরপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানায়, আহতদেরকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে এক শিশু গুরুতর আহত হয়েছে। তার শরীরের সামান্য অংশ পুড়ে গিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, রোজকার মতো বৃহস্পতিবার দুপুরেও অঙ্গনওয়াড়ি স্কুলে শিশুদের নিয়ে ক্লাস চলছিল। দুপুর ১২টা নাগাদ বাইরে ঝড়বৃষ্টি শুরু হয়। ওই সময় আচমকাই বাজ পড়ে অঙ্গনওয়াড়ি স্কুলের উপর। ওই ঘটনার পরেই দেখা যায়, এক শিশু ও স্কুলের শিক্ষিকা মিতা চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ বোধ করে বাকি শিশুরাও।
স্কুলে বাজ পড়ার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আহতদের নাইয়ারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে মরিয়ম খাতুন নামে এক শিশু গুরুতর আঘাত পেয়েছে। তার শরীরের সামান্য অংশ পুড়েও গিয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। বাকিদের অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছিলেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। তিনি বলেন, ‘‘দুপুরে ঘটনা শোনার পর হাসপাতালে ছুটে যাই। তবে ভাগ্য ভাল যে বড়সড় কোনও ক্ষতি হয়নি। প্রায় সকলকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। শুধু এক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। স্কুলে যা ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত সারিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।’’
ডেইলি বাংলাদেশ/মাহাদী