সড়কে ছিটকে পড়লেন চালক-যাত্রী, প্রাণ নিল অজানা গাড়ি
প্রকাশিত: ১৫:৩৪ ১৩ মে ২০২২ আপডেট: ১৬:৪১ ১৩ মে ২০২২

ফাইল ছবি
বগুড়ার শেরপুরে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সীমাবাড়ি-রাণীরহাট আঞ্চলিক সড়কের উপজেলার জামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের ৫২ বছর বয়সী বেলাল হোসেন ও ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ৪২ বছরের ফজর আলী খাজা। এর মধ্যে ফজর আলী বাসচালক ও বেলাল ভাড়ার বিনিময়ে মোটরসাইকেলে যাত্রী বহন করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর থানার ওসি মো.শহিদুল ইসলাম জানান, রাতে উপজেলার চান্দাইকোনা থেকে বেলালের মোটরসাইকেল ভাড়া করে নিজ গ্রামে ফিরছিলেন ফজর আলী। ভোরে জামনগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বেলাল। এ সময় দুজনে সড়কে ছিটকে পড়েন। পরে একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ওসি আরো জানান, লাশ স্বজনরা নিয়ে গেছেন। গাড়িটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এমআর