মাদক কারবারির ছুরিকাঘাতে দুই পুলিশসহ আহত ৪
প্রকাশিত: ১৫:০৩ ১৩ মে ২০২২

উদ্ধারকৃত ফেনসিডিল ও প্রাইভেটকার- ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের কালীগঞ্জে মাদক কারবারির ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বৃহস্পতিবার রাতে ঐ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কালীগঞ্জ থানার এএসআই মো. শাহজাহান, এএসআই মো. মমতাজ, চর ইশোরকোল এলাকার মজমুল ইসলাম, আব্দুল খালেক।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহিপুর-কাকিনা সড়কের সিরাজুল মার্কেট এলাকায় গাড়ি তল্লাশি করছিলো। ঐ সময় একটি প্রাইভেটকার কাকিনা থেকে রংপুর দিকে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামায়। তাৎক্ষণিক চালক ও তার এক সহযোগী গাড়ি থেকে বের হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে শুরু করে। এতে এএসআই শাহ জাহান এবং এএসআই মমতাজ আহত হন। ঐ সময় পুলিশকে সহায়তা করতে এলে মজমুল ইসলাম এবং আব্দুল খালেককেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে গাড়িটি তল্লাশি করে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি বিদেশি ছুরি উদ্ধার করে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর