খুলেছে ইবির হল, ক্যাম্পাসে ফিরছেন শিক্ষার্থীরা
প্রকাশিত: ১৪:০৫ ১৩ মে ২০২২ আপডেট: ১৬:০৯ ১৫ মে ২০২২

ইবির আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছে। ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগলো খুলে দেওয়া হয়েছে। ছুটি শেষে হলগুলোতে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টা থেকে হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে আগামী শনিবার (১৪ মে) থেকে একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
ক্যাম্পাস সংলগ্ন এলাকা ও পার্শ্ববর্তী দুই জেলা শহরের বিভিন্ন মেস-বাসায় থাকা শিক্ষার্থীরাও ফিরতে শুরু করেছেন। গতকাল সকাল থেকেই বিভিন্ন হলের সামনে শিক্ষার্থীরা অপেক্ষা করে। পরে ১০টায় গেট খুলে দেওয়া হয়। এতে তারা ভেতরে প্রবেশ করেন।
এর আগে, গত ২০ এপ্রিল ক্লাস ও ২৭ এপ্রিল পর্যন্ত চলমান ও ঘোষিত পরীক্ষাগুলো নেওয়া হয়। ২৮ এপ্রিল হলগুলো বন্ধ হয়েছিল। পরে ৩০ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রমও বন্ধ রাখা হয়।
ডেইলি বাংলাদেশ/কেবি/জেডএম