আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন দাবার মাসুদুর রহমান
ক্রীড়া প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১২:১৯ ১৩ মে ২০২২

মাসুদুর রহমান মল্লিক
আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) থেকে আরো একটি স্বীকৃতি এলো বাংলাদেশে। তবে সেটা কোনো জিএম বা আইএম নর্ম নয়। বাংলাদেশের দাবা সংগঠক মাসুদুর রহমান মল্লিককে আন্তর্জাতিক অর্গানাইজারের স্বীকৃতি দিয়েছে বিশ্ব দাবা সংস্থা।
মাসুদুর রহমান মল্লিক দাবা অঙ্গনে দীপু নামেই পরিচিত। তিনি দেশের তৃতীয় আন্তর্জাতিক অর্গানাইজার হিসেবে এই খেতাব পেলেন।
মাসুদুর রহমান মল্লিক বাংলাদেশের দাবায় নানা ক্ষেত্রে কাজ করছেন। নিজে ছিলেন দাবাড়ু, পরবর্তীতে সংগঠক হিসেবে কাজ শুরু করেন। ফেডারেশনের বিভিন্ন টুর্নামেন্ট কমিটির সম্পাদক ছাড়াও তৃণমূল পর্যায়ে দাবা ছড়িয়ে দিতেও কাজ করে যাচ্ছেন এই সংগঠক।
মল্লিকের আগে আরো দুই জন দাবায় এই স্বীকৃতি পেয়েছেন। তারা হলেন ফেডারেশনের নির্বাহী সদস্য মাহমুদা হক চৌধুরী মলি ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।
ডেইলি বাংলাদেশ/আরএস/এএল