সিরাজগঞ্জে গুদাম থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৯:২৭ ১৩ মে ২০২২ আপডেট: ০৯:৫২ ১৩ মে ২০২২

সলঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
সিরাজগঞ্জের সলঙ্গায় গুদামে থাকা ৩৭ হাজার লিটার খোলা সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (১২ মে) উপজেলার সলঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
তিনি জানান, সলঙ্গা বাজারের রাজলক্ষ্মী বাণিজ্য ভাণ্ডারে তেল থাকার পরও অস্বীকার করায় দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে গুদামে থাকা ৩৭ হাজার লিটার খোলা সয়াবিন, পামওয়েল তেল ও ২০০ লিটার বোতলজাত তেল জব্দ করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশ দেওয়া হয়।
ডেইলি বাংলাদেশ/আরএম