বাড়িব সবাই ধান শুকাতে ব্যস্ত, পুকুরে পড়ে শিশুর মৃত্যু
নেত্রকোণা প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৯:১০ ১২ মে ২০২২

পানিতে ডুবে শিশুর মৃত্যু-প্রতীকী ছবি
নেত্রকোণার দুর্গাপুরে পুকুরে পড়ে পানিতে ডুবে জুঁই আক্তার নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বালিচান্দা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। শিশু জুঁই ওই এলাকার কৃষক মাসুদ মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আশিনির প্রভাবে চলমান বৈরী আবহাওয়ায় জমি থেকে সংগ্রহ করা বোরো ধান রোদে শুকাতে দেয় শিশুর পরিবারের সদস্যরা। এদিকে বাড়ির পাশে খেলার সময় পুকুরে নেমে যায় শিশু জুঁই। এ সময় স্থানীয় আরেক শিশু জুঁইকে পানিতে নামতে দেখে পরিবারের সদস্যদের জানালে তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করার একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
ডেইলি বাংলাদেশ/জেএইচ