শপথ নেবেন শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে
প্রকাশিত: ১৯:০৮ ১২ মে ২০২২ আপডেট: ২০:০৯ ১২ মে ২০২২

ছবি: রনিল বিক্রমসিংহে
আজ সন্ধ্যায় শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল বিক্রমসিংহে।
সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি শপথ গ্রহণ করবেন।
সোমবার মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর গত সন্ধ্যায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সাথে গোপন বৈঠক করেন বিক্রমসিংহে। এরপর আজ তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানানো হয়।
শপথ নেয়ার পর বিক্রমাসিংহে কলম্বোর একটি মন্দিরে যাবেন, তারপর তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে, দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি বর্তমান অচলাবস্থায় পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন। এক্ষেত্রে সংসদের কাছে কিছু ক্ষমতা হস্তান্তর করা এবং একজন প্রধানমন্ত্রীর নাম দেওয়ার প্রস্তাব করেছিলেন তিনি।
আরো পড়ুন>> ছেঁড়া জুতার দাম দেড় লাখ টাকা!
শ্রীলংকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সংকটের কারণে সৃষ্ট বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। মূলত খাদ্য ও জ্বালানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় এক মাস ধরে বিক্ষোভ করছে শ্রীলংকানরা।
চলমান বিক্ষোভে গত সোমবার থেকে এ পর্যন্ত এমপিসহ অন্তত নয় জন নিহত হয়েছেন। এ সময় আরও ২০০ জন আহত হন বলে খবর পাওয়া গেছে। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করলে এবং সরকারের মন্ত্রী, এমপি ও সমর্থকদের ওপর হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।
ডেইলি বাংলাদেশ/মাহাদী