মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ডেস্ক নিউজ
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২৩:৪৫ ২১ মে ২০২২ আপডেট: ০৬:৪৯ ২২ মে ২০২২

মনির হোসেন। ছবি: সংগৃহীত
মালয়েশিয়াতে মনির হোসেন (২৪) নামে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মনির কুমিল্লার বুড়িচংয়ের বাকশীমূল গ্রামের মৃত মো. লিয়াকত আলীর ছেলে।
শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ভাই মো. মান্নান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবার জানায়, সকালে মনির হোসেনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন তার এক বন্ধু। পরে তিনি মনিরের মায়ের মোবাইলে কল করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তবে পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার চান তারা
ডেইলি বাংলাদেশ/আরএইচ