ইতালির জঙ্গলে উদ্ধার সেই খুলি বাংলাদেশি শিক্ষার্থীর
প্রকাশিত: ১৫:৫৪ ৩১ অক্টোবর ২০২০ আপডেট: ১৫:৫৭ ৩১ অক্টোবর ২০২০

কাজি জান্নাতুল ইউশরা। ছবি: সংগৃহীত
ইতালিতে দুই বছর আগে শিক্ষাসফরে গিয়ে নিখোঁজ সেই বাংলাদেশি শিক্ষার্থী কাজি জান্নাতুল ইউশরা (১২)’র মাথার খুলির প্রমাণ মিলেছে ডিএনএ টেস্টে।
গত ৪ অক্টোবর ইতালির উওরাঞ্চলীয় ব্রেশা প্রভিন্সে এলাকার পাহাড়ি জঙ্গল থেকে উদ্ধার করা হয় ইউশরার মাথার খুলি। এরপর সেটি ইউশরারই কিনা সেটা জানতে স্থানীয় ল্যাবে ডিএনএ পরীক্ষা করার পর নিশ্চিত হয়ে এ ঘোষণা দেয় দেশটির উত্তরাঞ্চলের শহর ব্রেশিয়া পুলিশ।
জানা গেছে, ২০১৮ সালের ১৯ জুলাই দেশটির উত্তরাঞ্চলের শহর ব্রেশিয়ার একটি বিদ্যালয় থেকে শিক্ষাসফরে যান শারীরিক প্রতিবন্ধী বাংলাদেশি মেয়ে কাজি জান্নাতুল ইউশরা। অন্যান্য সহপাঠীদের সঙ্গে ঘুরতে ঘুরতে পাহাড়িয়া অঞ্চলের গভীর বনের মধ্যে হারিয়ে যায় ইউশরা।
নিখোঁজের পর থেকে দেশটির বিভিন্ন বাহিনীর দ্বারা প্রশিক্ষিত কুকুর, আধুনিক ড্রোন, ডুবুরি ও নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করে খোঁজা হয় ইউশরাকে। টানা সাত মাস খোঁজার পরেও কোন হদিস না পেয়ে উদ্ধারকাজ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। পরে দীর্ঘ দুই বছর পর স্থানীয় একটি মেয়ের সহায়তার ইউশরার মাথার খুলি উদ্ধার করা হয়।
ডেইলি বাংলাদেশ/আরএইচ