ইতালির মেডিকেলে ভর্তিতে প্রথম হলেন বাংলাদেশি দিপু
প্রকাশিত: ১৯:৫৭ ৮ অক্টোবর ২০২০ আপডেট: ১৬:০১ ৯ অক্টোবর ২০২০

মাহাজাবিন দিলরুবা দিপু - সংগৃহীত
ইতালিতে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৭০ হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের মেয়ে মাহাজাবিন দিলরুবা দিপু।
মেধাবী দিপুর জন্ম বাংলাদেশের টাঙ্গাইল জেলার সখীপুরের তক্তারচালা গ্রামে। তার বাবার নাম জাহিদুল ইসলাম দুলাল ও মায়ের নাম রোজিনা আক্তার। মাত্র সাত বছর বয়সে বাবা-মার সঙ্গে ইতালিতে পাড়ি জমান তিনি। সেদেশেই বেড়ে উঠেছেন। সেখানেই তার লেখাপড়া।
ছোটবেলা থেকে দিপু সব শ্রেণিতেই মেধার স্বাক্ষর রেখে বৃত্তি পেয়েছেন। এবার প্রায় ৭০ হাজার ইতালীয় শিক্ষার্থীকে পেছনে ফেলে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম স্থান অর্জন করেন তিনি।
দিপু জানান, তার ইচ্ছা বড় ডাক্তার হয়ে প্রবাস ও দেশের মানুষের সেবা করা। ভবিষ্যতে দেশে ফিরে দরিদ্র ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করা। তিনি সবার দোয়া প্রার্থী।
দিপুর বাবা জাহিদুল ইসলাম দুলাল সখীপুরবাসীদের নিয়ে গঠিত সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও মা রোজিনা আক্তার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহিলা সম্পাদক। তারা দুইজনই প্রবাসীদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন।
ডেইলি বাংলাদেশ/এমকেএ/টিআরএইচ