কণ্ঠশিল্পী আবদুল মান্নান রানার কারাদণ্ড
প্রকাশিত: ২৩:২৮ ২৭ জুন ২০২২ আপডেট: ২৩:৩০ ২৭ জুন ২০২২

দণ্ডপ্রাপ্ত কণ্ঠশিল্পী আবদুল মান্নান রানা- ফাইল ছবি
চট্টগ্রামে আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আবদুল মান্নান রানাকে দুটি পৃথক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার মহানগর দায়রা জজ আদালতের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আবদুল মান্নান রানা নগরীর গোসাইলডাঙ্গা এলাকার আবদুল আজিজের ছেলে।
প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চেক প্রতারণা মামলায় আবদুল মান্নান রানার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেছিলেন তার ভগ্নিপতি নগরীর কোতোয়ালী থানার চৈতন্য গলি এলাকার আবদুল্লাহ আল হারুন।
রায় ঘোষণার সময় আবদুল মান্নান রানা আদালতে হাজির ছিলেন না। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন বিচারক।
বাদীপক্ষের আইনজীবী তপন কুমার দাশ জানান, ২০১৪ সালের মে মাসে আবদুল মান্নান রানা ভগ্নিপতি আবদুল্লাহ আল হারুনের কাছ থেকে দুই দফায় মোট এক কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৮২৯ টাকা ঋণ নেন। ঐ বছরের ২৮ মে তিনি ঋণের বিপরীতে দুটি চেক দেন। কিন্তু চেকগুলো নির্ধারিত সময়ে অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার (প্রত্যাখ্যাত) হয়।
ঐ বছরের ১১ আগস্ট আবদুল্লাহ আল হারুন বাদী হয়ে রানার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত মামলা দুটিতে এক বছর করে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়। একই রায়ে চেকে উল্লেখ করা সমপরিমাণ টাকা অর্থদণ্ড দেন।
ডেইলি বাংলাদেশ/এআর