গান গাইতে মঞ্চে উঠে মারা গেলেন গায়ক
প্রকাশিত: ২১:২৮ ২৯ মে ২০২২ আপডেট: ২১:২৯ ২৯ মে ২০২২

মালায়ালাম ভাষার জনপ্রিয় গায়ক এদাভা বসির- ছবি: সংগৃহীত
গান গাইতে মঞ্চে উঠে মারা গেছেন মালায়ালাম ভাষার জনপ্রিয় গায়ক এদাভা বসির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
জানা গেছে, কেরালার তিরুবনন্তপুরমে আলাপুঝা জেলার ব্লু ডায়মন্ড অর্কেষ্ট্রায় তাদের সূবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
গত শনিবার রাতে সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন গায়ক এদাভা বসির। এক পর্যায়ে মঞ্চে ওঠেন তিনি। গান শুরু করলেও শেষ করতে পারেননি। তার আগেই মাটিতে লুটিয়ে পড়েন এ গায়ক। তড়িঘড়ি তাকে হাসপাতালে নেয়া হলেও শেষ রক্ষা হয়নি।
চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে গায়কের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, একাধিক মালায়ালাম সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এদাভা বসির। পাশাপাশি কেরালার অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। এ গায়কের মৃত্যুতে সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ