আমার ছেলে হিরো আলম ও প্রেমিকা রাণুর গান শুনো: সেফুদা
বিনোদন ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১২:৩৮ ১১ এপ্রিল ২০২২

ফাইল ছবি
সম্প্রতি রানু মন্ডলের সঙ্গে ‘তুমি ছাড়া আমি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন হিরো আলম। তাদের এই গান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়েছেন সেফাত উল্লাহ ওরফে সেফুদা। তিনি ক্যাপশনে লিখেছেন, আমার ছেলে হিরো আলম ও প্রেমিকা রানু মন্ডল সেফুদা প্রযোজনায় গান লাইভে শুনো সবাই।
জানা যায়, গানটির কথা লিখেছেন নজরুল কবির। সুর করেছেন এফ এ প্রীতম। সংগীতায়োজন করেছেন ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন। রেকর্ডিং করেছেন দেব ও নৃপাংশু শেখর।
গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতার লেকসিটির একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। গানের ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার। এরপরেই গানটি প্রকাশ করা হবে।
রানু মন্ডলের সঙ্গে গাওয়ার বিষয়ে হিরো আলম বলেন, রানু দিদির কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশমিয়া এসেছিলেন। তাকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। তার সঙ্গে গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
ডেইলি বাংলাদেশ/টিএএস