নির্বাচনে তৃণমূলের একঝাঁক তারকা প্রার্থী
প্রকাশিত: ০০:৩১ ৬ মার্চ ২০২১ আপডেট: ১৩:০৮ ৬ মার্চ ২০২১

ফাইল ছবি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এর জন্য তৃণমূল কংগ্রেস থেকে মনোনয়ন পেয়েছেন একঝাঁক তারকা। শুক্রবার ২৯১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রার্থী তালিকা ঘোষণা করে মমতা জানান, এবারের প্রার্থী করার ক্ষেত্রে তারুণ্যকে প্রাধান্য দেয়া হয়েছে। ৫০ জন নারী প্রার্থী আছেন তালিকায়। আছেন একঝাঁক তারকাও।
তারকাদের মধ্যে রয়েছে- সায়ন্তিকা বন্দোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, লাভলী মৈত্র, বিদেশ বসু, মনোজ তেওয়ারি। বেহালা পূর্ব আসনে প্রার্থী হলেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। সায়নী ঘোষ, কৌশানি মুখোপাধ্যায়ও প্রার্থী হয়েছেন। মদন মিত্র প্রার্থী হলেন কামারহাটি কেন্দ্রে। সোহম চক্রবর্তী লড়বেন চণ্ডীপুর আসন থেকে।
মমতা বন্দোপাধ্যায় এবার ভবানীপুর আসনটি শোভনদেব চট্টোপাধ্যায়কে ছেড়ে দিয়ে নিজে নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ডেইলি বাংলাদেশ/আরএইচ/টিএএস