মারামারি করতে শাহরুখের সঙ্গে দুবাই যাচ্ছেন জন আব্রাহাম
প্রকাশিত: ১৫:১০ ২১ জানুয়ারি ২০২১

শাহরুখ খান এবং জন আব্রাহাম
‘পাঠান’ দিয়ে আবারো সিনেমার শুটিং এ ফিরছেন শাহরুখ খান। আর এ খবর শুনে স্বস্তিতে শাহরুখ ভক্তরা। এ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। মুম্বাইয়ের যশরাজ ফিল্মসের স্টুডিওতে ইতোমধ্যে বেশ কিছু অংশের শুটিংও শেষ করেছেন তারা।
তবে সিনেমার কিছু অ্যাকশন সিকুয়েন্সের শুটিং এখনো বাকি রয়েছে। যেখানে শাহরুখ এবং জন আব্রাহামের কিছু মারামারির দৃশ্য রয়েছে। আর সেই দৃশ্যের শুটিং করতেই দুবাই যাচ্ছেন তারা।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, অ্যাকশন সিকুয়েন্সের জন্য ২৫ সদ্যসের টিম নিয়ে দুবাই উড়াল দিচ্ছে ‘পাঠান’ টিম। এ টিমের সঙ্গে রয়েছেন জন আব্রাহামও। দুবাইয়ের বেশ কিছু আকর্ষণীয় জায়গায় শুটিং করবেন তারা। যার মধ্যে অন্যতম ‘মেদান ব্রিজ’। এই স্থানে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ সিরিজের একটি সিনেমার শুটিং করা হয়েছে।
প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমায় শাহরুখ-জনের বাইরেও অভিনয় করার কথা রয়েছে বলিউড ভাইজান সালমান খানের। মূলত স্বল্প সময়ের একটি দৃশ্যের অতিথি চরিত্রে অভিনয় করবেন তিনি।
ডেইলি বাংলাদেশ/টিএএস