‘মা ঠকানোর কারণেই বাবা আত্মহত্যা করেছে’
বিনোদন ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১০:৪৬ ২৯ নভেম্বর ২০২০ আপডেট: ১১:১৬ ২৯ নভেম্বর ২০২০

ছবি: সংগৃহীত
তার মা, বাবাকে ঠকাচ্ছেন। প্রতিবেশী যুবকের সঙ্গে অন্তরঙ্গতায় জড়িয়ে পড়েছেন তার মা। সেকথা সঞ্জনা জানে। তবুও সে একথা বাবা কষ্ট পাবে ভেবে চেপে রেখেছে। তবে ঘটনাটা আর চাপা থাকে না। সত্যিটা জেনে আত্মহত্যার পথ বেছে নেয় সঞ্জনার বাবা। প্রিয়জনকে হারিয়ে প্রতিশোধের পথে হাঁটে সঞ্জনা। কারণ সে কর্মফলে বিশ্বাস করে। এমনই একটি গল্প নিয়ে আসতে চলেছে পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ওয়েব ফিল্ম ‘কর্মা’।
আড্ডাটাইমস-এর প্রথম ওয়েব ফিল্ম ‘কর্মা’য় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য, পৃথা সেনগুপ্ত। রয়েছেন শাঁওলি চট্টোপাধ্যায়, ডিউক বোস। শুক্রবার ২৭ নভেম্বর মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
ইউটিউবে ট্রেলারটি পোস্ট করে ক্যাপশানে লেখা হয়েছে ‘মানুষ ভালো থাকতে চায় না। সুযোগ পায় ভালো থাকার, মা #Karma, যার যেমন কর্ম, তার তেমন ফল!’
আগামী ৩ ডিসেম্বর আড্ডাটাইমস-এ দেখা যাবে ওয়েব ফিল্ম ‘কর্মা’।
ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন
ডেইলি বাংলাদেশ/এএ