অবশেষে ‘শুটিং’য়ে ফিরলেন নতুন মা শুভশ্রী
বিনোদন ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৪:৪৬ ২৭ নভেম্বর ২০২০ আপডেট: ১৪:৫৩ ২৭ নভেম্বর ২০২০

ইউভান-শুভশ্রী
গত ১২ সেপ্টেম্বর প্রথম সন্তান যুবানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মা হওয়ার মাস দেড় মাসের মাথাতে ওজন কমাতে জিমে ফেরার কথা নিজেই ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলেন শুভশ্রী।
এবার শুটিংয়েও ফিরলেন শুভশ্রী। লাইট-ক্যামেরার সামনে পোজ দেয়ার প্রস্তুতিতে দেখা গেলো অভিনেত্রীকে। ক্যামেরা আরো দেখা গেলো রাজের ভাগ্নীর সঙ্গে সৃষ্টিকে।
তবে এটা যে যেমন তেমন কোনো ছবির শ্যুটিং নয়, তা তার পোস্ট দেখেই স্পষ্ট। ছবি পোস্ট করে ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, ''Self shoot mode ON''।
খুব শীঘ্রই 'হাবজি গাবজি' ছবিতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি।
যদিও শুভশ্রী 'হাবজি গাবজি'র শুটিং মা হওয়ার বহু আগেই সেরে ফেলেছিলেন। এই ছবিতেও মায়ের ভূমিকাতেই দেখা যাবে তাকে।
ডেইলি বাংলাদেশ/এএ