এসএসসির পরবর্তী সময়সূচি নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১২:২৫ ১৭ জুন ২০২২

ফাইল ছবি
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিবৃতিতে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি আরো জানান, পরীক্ষার পরবর্তী সময়সূচি শিগগিরই জানানো হবে।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি-সমমান পরীক্ষা শুরু করা হবে বলে জানা গেছে। তবে আপাতত সব পরীক্ষা স্থগিত থাকবে।
ডেইলি বাংলাদেশ/এনকে