উন্মুক্ত আলোচনায় বসে শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলেন রাবি ভিসি
প্রকাশিত: ২১:৪৩ ২ ফেব্রুয়ারি ২০২২ আপডেট: ২২:১৩ ২ ফেব্রুয়ারি ২০২২

বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ ভাস্কর্যের সামনে মুখোমুখি আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেছেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
বুধবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ ভাস্কর্যের সামনে মুখোমুখি আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা।
আরো পড়ুন: রাবির নতুন প্রক্টর হলেন অধ্যাপক আসাবুল হক
দেড় ঘণ্টাব্যাপী এই আলোচনায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এসময় ট্রাক দুর্ঘটনায় নিহত হিমেলের পক্ষে নয়টি দাবি জানায় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. নিহত হিমেলের পরিবারকে নূন্যতম ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক।
২. ট্রাক ড্রাইভারকে আটক ও বিচারের আওতায় আনতে হবে।
৩. নির্মাণাধীন ভবনের নাম ও যে রাস্তায় দূর্ঘটনা ঘটেছে সেটির নাম হিমেলের নামে রাখা ।
৪. বিশ্ববিদ্যালয়ের সকল রাস্তা ঠিক না করা পর্যন্ত সব ধরনের অবকাঠামো উন্নয়ন কাজ বন্ধ থাকবে।
৫. বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৬. বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কাজলা, মেইন গেইট ও বিনোদপুরে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।
৭. বিশ্ববিদ্যালয়ের সব নীতিনির্ধারণে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
৮. অতি দ্রুত রাকসু নির্বাচন দিতে হবে।
৯. আহত রিমেলের চিকিৎসার ব্যয়ভার ও আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
দাবি উত্থাপন শেষে ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, শিক্ষার্থীদের সব দাবি গুরুত্ব দিয়ে অতি দ্রুত বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগত প্রবেশে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্পূর্ণ ক্যাম্পাসে লাইটের ব্যবস্থা করা হয়েছে।
আরো পড়ুন: পাঁচ লাখ টাকা পেল পরিবার, হিমেলের মা পাবেন আজীবন চিকিৎসা ভাতা
তিনি আরো বলেন, দাবি অনুযায়ী নির্মাণাধীন ভবনের নাম নিহত হিমেলের নামে নামকরণ করা হবে। দুর্ঘটনার স্থানে তার নামে একটি স্মৃতিফলক নির্মাণ করা হবে। এছাড়াও আহত রিমেলের চিকিৎসার ব্যয়ভার, ক্ষতিপূরণ এবং দুর্ঘটনায় ক্ষতি হওয়া মোটরসাইকেল পরিবর্তে নতুন একটি মোটরসাইকেল দেওয়া হবে।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক আশাবুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে সহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/জেডএম