রাবিতে নতুন করে ৬৪ জনের করোনা শনাক্ত
প্রকাশিত: ২২:২২ ২৫ জানুয়ারি ২০২২

ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৬৪ জন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৪৬ জনে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের পরিচালক ড. তবিবুর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: রাবিতে করোনা শনাক্তের হার ৬৬ শতাংশ
তিনি বলেন, আজ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পিসিআর ল্যাব টেস্টের জন্য সর্বমোট ৯৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষায় ৬৪টি নমুনার পজেটিভ রিপোর্ট আসে।
আরো পড়ুন: রাবিতে গাঁজা সেবনকালে ৬ বহিরাগত আটক
প্রসঙ্গত, এর আগে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে গত মঙ্গলবার ৬৮টি নমুনার মধ্যে ৩৯টি, বুধবার ৪১টি নমুনার মধ্যে ১৬টি, বৃহস্পতিবার ২৭টি নমুনার মধ্যে ১৩টি, রোববার ৬৫টি নমুনার মধ্যে ৫৪টি, সোমবার ৯২টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত করা হয়।
ডেইলি বাংলাদেশ/জেডএম