প্রাথমিকের পাঠ্য বইয়ে ‘আমাদের মুক্তিযুদ্ধ’
প্রকাশিত: ১৯:৫৭ ২০ জানুয়ারি ২০২২ আপডেট: ২০:০১ ২০ জানুয়ারি ২০২২

ছবি: সংগৃহীত
প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রথম অধ্যায় হলো ‘আমাদের মুক্তিযুদ্ধ’। আজকের আলোনায় আমরা জানবো এই অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে।
১। বাংলাদেশের প্রথম সরকার কী নামে পরিচিত?
উত্তর: বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
২। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি।
৩। মুজিবনগর সরকারের অস্থায়ী বা উপরাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: মুজিবনগর সরকারের অস্থায়ী বা উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
৪। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: তাজউদ্দীন আহমদ ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এ সরকারের রাষ্ট্রপতি
৫। মুজিবনগর সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কে ছিলেন?
উত্তর: ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।
৬। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ও ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
উত্তর: এ এইচ এম কামারুজ্জামান ছিলেন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ও ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী।
৭। জাতীয় চার নেতার নাম লেখো।
উত্তর: জাতীয় চার নেতার নাম নিচে দেওয়া হলো :
ক। সৈয়দ নজরুল ইসলাম খ। তাজউদ্দীন আহমদ
গ। ক্যাপ্টেন মনসুর আলী ঘ। এ এইচ এম কামারুজ্জামান
৮। কখন মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়?
উত্তর: মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়।
৯। কোন তারিখে মুক্তিবাহিনী গঠন করা হয়?
উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়।
১০। পাকিস্তানিরা কত সাল পর্যন্ত বাঙালিদের শাসন করে?
উত্তর: ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানিরা বাঙালিদের শাসন করে।
১১। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী ছিলেন মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি।
১২। মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার ছিলেন মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি।
১৩। মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়?
উত্তর: মুক্তিবাহিনীকে ৩টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়।
১৪। ‘K’- ফোর্সের নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: মেজর খালেদ মোশারফ ‘K’-ফোর্সের নেতৃত্বে ছিলেন।
১৫। ‘S’-ফোর্সের নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: মেজর কে এম শফিউল্লাহ ‘S’-ফোর্সের নেতৃত্বে ছিলেন।
১৬। ‘Z’-ফোর্সের নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: মেজর জিয়াউর রহমান ছিলেন ‘Z’-ফোর্সের নেতৃত্বে।
১৭। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর: মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
১৮। কোথায় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো?
উত্তর: ভারতের বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো।
১৯। মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধে অংশ নিতেন?
উত্তর: মুক্তিযোদ্ধারা গেরিলা ও সম্মুখযুদ্ধে অংশ নিতেন।
২০। কাদের নিয়ে মুক্তিফৌজ গঠিত হয়?
উত্তর: ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধা নিয়ে মুক্তিফৌজ গঠিত হয়।
২১। কতজন যোদ্ধা নিয়ে মুক্তিফৌজ গঠিত হয়?
উত্তর: ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধা নিয়ে গঠিত হয় মুক্তিফৌজ।
ডেইলি বাংলাদেশ/জেডএম