শাবিপ্রবিতে অনশনে অসুস্থ ৫ শিক্ষার্থী
প্রকাশিত: ১৮:৪৮ ২০ জানুয়ারি ২০২২ আপডেট: ১৮:৫৯ ২০ জানুয়ারি ২০২২

ভিসি পদত্যাগের দাবিতে অনশনের ২৮ ঘণ্টার মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত ৫ জন শিক্ষার্থী।
ভিসি পদত্যাগের দাবিতে অনশনের ২৮ ঘণ্টার মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত ৫ জন শিক্ষার্থী।
তারা হলেন- জিইবি বিভাগের কাজল দাস, বিবিএ বিভাগের রায়হান, লোক প্রশাসন বিভাগের মরিয়ম ও রাকিব এবং জান্নাতুল নাঈম নিশাত।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত সর্বমোট ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রাগীব রাবেয়া হাসপাতালের ডাক্তার বাবলু হোসেন।
ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে অষ্টম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। গতকাল থেকেই আন্দোলনরত ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। ভিসির পদত্যাগ না হলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে জানান তারা।
এছাড়া গতকাল বুধবার রাতে আন্দোলনরত আরো দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করানো হয়।
এদিকে আজ সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা বলেন, পুলিশী হামলায় প্রত্যক্ষ মদদদাতা ভিসির পদত্যাগ চাই। অনশনরত শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে সমস্ত দায়ভার ভিসিকেই নিতে হবে। অবিলম্বে ভিসি পদত্যাগ করলে আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াবো।
এদিকে দুপুর ১২টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল আসেন আলোচনার মাধ্যমে বিষয়গুলো খতিয়ে দেখার আহ্বান নিয়ে। শিক্ষকদের প্রতিনিধি দলের তদন্তমূলক আলোচনা অগ্রাহ্য করে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে একাত্মতা পোষণ না করলে কোনো ধরনের আলোচনায় আমরা যাচ্ছি না। আমাদের সাথে একাত্মতা পোষণ করে ভিসির দ্রুত পদত্যাগ করার আহ্বান জানাই।
ডেইলি বাংলাদেশ/জেডএম