এবার সড়কে দাঁড়ালেন শাবি শিক্ষকরা
প্রকাশিত: ১৬:০৫ ১৯ জানুয়ারি ২০২২ আপডেট: ১৬:০৯ ১৯ জানুয়ারি ২০২২

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে শিক্ষক-শিক্ষিকাদের একাংশ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মানববন্ধন করেন
শিক্ষার্থীদের পর এবার সড়কে দাঁড়ালেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে শিক্ষক-শিক্ষিকাদের একাংশ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মানববন্ধন করেন।
অবস্থানরত শিক্ষকরা ‘শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ করছি’, ‘শাবিপ্রবির নারী শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই’ শীর্ষক প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করেন।
আরো পড়ুন: রাবিতে সশরীরে ক্লাস বন্ধের দাবি
মানববন্ধনে শিক্ষকরা বলেন, আমরা কারো পক্ষে বা বিপক্ষে কথা বলছি না। আমরা বলছি যে, শিক্ষার্থীরা যারা আন্দোলন করছেন, তারা আমাদের বিষয়ে যে কটূক্তি, কুরুচিপূর্ণ কথাবার্তা ছড়াচ্ছে। এর প্রতিবাদে আমরা এখানে সাধারণ শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছি। আসলে শিক্ষার্থীদের যেসব মন্তব্য করছে তা শিক্ষকদের জন্য অপমানজনক। এর প্রতিবাদে এখানে আমাদের দাঁড়ানো। আমাদের সঙ্গে সব শিক্ষকই আছেন, তাঁরাও এখানে এসে দাঁড়াবেন।
আরো পড়ুন: ‘একবার ধরবো, বাধা দিবা না’ ছাত্রীকে বশেমুরবিপ্রবি শিক্ষক
অপরদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি নিয়ে বলেন, কে বা কারা শিক্ষকদের কি বললো, সামাজিক যোগাযোগ মাধ্যমে কি পোস্ট করলো তার দায়ভার আন্দোলনরত শিক্ষার্থীরা নেবে না। আমাদের আন্দোলন চলছে, চলবে। শাবি ভিসি পদত্যাগ না করা পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।
আরো পড়ুন: আবারো অনলাইন ক্লাসে ফিরছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
অন্যদিকে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে টানা ছয়দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
ডেইলি বাংলাদেশ/জেডএম