ষষ্ঠ শ্রেণির পড়াশোনা: বিজ্ঞান
প্রকাশিত: ২২:৫৩ ১৭ জানুয়ারি ২০২২

ছবি: সংগৃহীত
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের আলোচনা বিষয়বস্তু হলো ‘সালোকসংশ্লেষণ’। এই অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে থাকছে আজকের আলোচনা।
১। সালোকসংশ্লেষণ কাকে বলে?
উত্তর : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই-অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করাজাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে।
২। সালোকসংশ্লেষণে প্রয়োজনীয় উপাদান কী কী?
উত্তর : সালোকসংশ্লেষণে প্রয়োজনীয় উপাদানগুলো হলো সৌরশক্তি, পানি, কার্বন ডাই-অক্সাইড ও ক্লোরোফিল।
৩। সালোকসংশ্লেষণে উৎপন্ন উপাদান কোনটি?
উত্তর : সালোকসংশ্লেষণে উৎপন্ন উপাদানটি হলো গ্লুকোজ বা শর্করা।
৪। সালোকসংশ্লেষণ কী ধরনের প্রক্রিয়া?
উত্তর : সালোকসংশ্লেষণ শারীরবৃত্তীয় জটিল প্রক্রিয়া।
৫। কোন রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়?
উত্তর : সবুজ রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়।
৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শোষিত ও উৎপন্ন গ্যাসীয় পদার্থ কী?
উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়।
৭। পৃথিবীতে সব শক্তির উৎস কী?
উত্তর : পৃথিবীতে সব শক্তির উৎস হলো সূর্য।
৮। জীবনের কর্মচাঞ্চল্যের মূলে আছে কী?
উত্তর : জীবনের কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য।
৯। হাইড্রিলা কী?
উত্তর : হাইড্রিলা হলো একটি জলজ উদ্ভিদ, যা দ্বারা সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা করা হয়।
১০। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?
উত্তর : উদ্ভিদ সালোকসংশ্লেষণ নামের জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
১১। সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে?
উত্তর : সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি হয়েছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে।
১২। শ্বসনের ফলে কী হয়?
উত্তর : শ্বসনের ফলে শক্তি নির্গত হয়।
১৩। মানবসভ্যতা ধ্বংসের মুখে পড়বে কী বন্ধ হলে?
উত্তর : মানবসভ্যতা ধ্বংসের মুখে পড়বে সালোকসংশ্লেষণ বন্ধ হলে।
১৪। উদ্ভিদের কোন অঙ্গকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করা হয়?
উত্তর : উদ্ভিদের পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করা হয়।
১৫। উদ্ভিদে কিসের মাধ্যমে গ্যাসীয় পদার্থের আদান-প্রদান সহজে ঘটে?
উত্তর : উদ্ভিদের পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোকসংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান-প্রদান সহজে ঘটে।
১৬। জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়?
উত্তর : জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোকসংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয়।
ডেইলি বাংলাদেশ/জেডএম