পাঁচ হল সিলগালা, আবারো আন্দোলনে যাচ্ছে জাবি শিক্ষার্থীরা
প্রকাশিত: ২০:৫৩ ২৩ ফেব্রুয়ারি ২০২১

মঙ্গলবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
হল না ছেড়ে চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এ সময় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা, হল খুলে প্রয়োজনীয় সুবিধা দেয়া এবং হামলায় আহতদের চিকিৎসা ব্যয় ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান তারা।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল, আ ফ ম কামালউদ্দিন হল, শহীদ সালাম-বরকত হল, মীর মশাররফ হোসেন হল এবং ছাত্রীদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব হল থেকে শিক্ষার্থীদের বের করে তাল লাগিয়ে দিয়েছে হল প্রশাসন।
প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, পাঁচটি হল থেকে শিক্ষার্থীরা বের হয়েছেন। হলগুলোতে তালা লাগানো হয়েছে। বাকি হলগুলোতে শিক্ষার্থীরা অবস্থান করছে। ওই হলগুলোতেও আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আমাদের পক্ষ থেকে আর অনুরোধ জানানো হবে না। বাকিটা রাষ্ট্রীয় প্রশাসন দেখবে।
গত শুক্রবার সন্ধ্যায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয়রা। এতে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হন।
এরপর শনিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। তবে সরকারের নির্দেশনা ছাড়া হল খোলা সম্ভব নয় বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরই সবগুলো আবাসিক হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। তবে পরবর্তীতে ছাত্রীদের হলগুলোতে নতুন তালা ঝুলানো হয়।
ডেইলি বাংলাদেশ/জেডএম