পুঁজিবাজারে দরপতন, কমেছে লেনদেন
প্রকাশিত: ১৬:২১ ৬ জুলাই ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবারের লেনদেনের চিত্র- ছবি: সংগৃহীত
ঘুরে দাঁড়ানোর একদিন পরই দরপতন হয়েছে পুঁজিবাজারে। বেশিরভাগ কোম্পানির দরপতনের পাশাপাশি কমেছে লেনদেনও।
বুধবার লেনদেনের শুরুতেই সূচক বেড়ে গেলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। শেষ পর্যন্ত ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে।
অন্যদিকে লেনদেন আগের দিনের চেয়ে ২১৩ কোটি ৮৪ লাখ ১৫ হাজার টাকা কমে দাঁড়িয়েছে ৭৪৬ কোটি ৯৫ লাখ ৪৬ হাজার টাকায়। আগের দিন লেনদেন হয় ৯৬০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার টাকা।
পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, নতুন বছরে বাজারে নতুন ফান্ড ইনজেক্ট হয়। বাজারে তারল্য বাড়ে।
বুধবার যতগুলো শেয়ারের দাম বেড়েছে কমেছে তার প্রায় দ্বিগুণ। ১১৮টি শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে কমেছে ২১০টির। অপরিবর্তিত দামে লেনদেন হয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার।
লেনদেনের বিষয়ে এক্সপো ট্রেডার্সের প্রধান নির্বাহী শহিদুল হোসেন বলেন, গতকাল দর বেড়েছিল। আজকে অনেকেই লাভ দেখে শেয়ার বিক্রি করেছেন। তাই সূচক কিছুটা কমেছে। ঈদের পর নতুন বিনিয়োগে বাজার আবার চাঙা হবে বলে আশা করা যায়।
ডেইলি বাংলাদেশ/এআর