বিটিসিএলের সার্ভার জটিলতা সমাধান, আমদানি-রফতানির শুল্কায়ন পুনরায় শুরু
অর্থনীতি ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৯:০৮ ১৮ জানুয়ারি ২০২১ আপডেট: ১৯:৪৯ ১৮ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
বিটিসিএলের সার্ভার জটিলতা কারণে আমদানি-রফতানির শুল্কায়ন বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বিকেলে বিটিসিএলের সার্ভার জটিলতার সমাধান হলে এ শুল্কায়ন শুরু হয়।
এর আগে, সোমবার সকালের দিকে বিটিসিএলের সার্ভারে জটিলতার জন্য আমদানি-রফতানির শুল্কায়ন বন্ধ রাখা হয়।
সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে যুক্ত হওয়া যায়নি। ফলে রপ্তানির শুল্কায়নে প্রয়োজনীয় ইএক্সপি তৈরি করা যাচ্ছিল না। অপরদিকে, কাস্টমসের এসাইকোডার মাধ্যমেও বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে যুক্ত হতেও বাধা পেতে হয়। ফলে আমদানির শুল্কায়ন ব্যাহত হয়।
ডেইলি বাংলাদেশ/ইকেডি