বেনাপোল স্থলবন্দরে নতুন ডরমিটরি চালু
বেনাপোল (যশোর) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:২২ ১৮ জানুয়ারি ২০২১

ডরমিটরি ভবনের উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দরের চেয়ারম্যান কেএম তরিকুল ইসলাম
যশোরের বেনাপোল স্থলবন্দরের ডরমিটরি ভবন চালু হয়েছে। ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ডরমিটরি ভবনটি নির্মাণে সময় লেগেছে প্রায় দেড় বছর।
সোমবার বিকেলে ভবনের উদ্বোধন করেন স্থলবন্দরের চেয়ারম্যান কেএম তরিকুল ইসলাম। পরে তিনি বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন চেয়ারম্যান।
মতবিনিময়ে ব্যবসায়ীরা বাণিজ্য সম্প্রসারণের জন্য বন্দর অবকাঠামোর উন্নয়ন ও নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপের বিষয়ে চেয়ারম্যানকে জানান।
এ সময় বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল, মামুন কবির তরফদার, শেড ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এআর