উপসংহার ডিবিসি নিউজ ২২০০ ঘটিকা ০৫ মার্চ ২০২১
2021-03-05 22:00:00
নাসির উদ্দীন ইউসুফঃ
মানুষের কর্মকাণ্ড দিয়ে মানুষের পরিচয় সৃষ্টি হয় আমার চলচ্চিত্র কারণেই আমি চলচ্চিত্রকার হয়েছি যার কারণে মুক্তিযোদ্ধার বিষয়টি ঢাকা পড়েছে। এবার বই মেলায় আমার একটি বই বের হচ্ছে যাতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের হাসান থেকে শুরু করে অনেক ইতিহাস পাওয়া যাবে। দুঃখের বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে বড় কোনো উপন্যাস নেই, বড় কোনো গল্প নেই, বড় কোন চলচিত্র নেই। যে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ, বর্ণ নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সকল মানুষের সমান অধিকার, সমাজতান্ত্রিক কথা বলে দেশটা স্বাধীন হলো জাতীয়তাবাদের ভিত্তিতে, সেই দেশে এখন সাম্প্রদায়িকতা হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলের মূল মন্ত্র। এটা আমাদেরকে এখন খুব আহত করে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ করছেন এবং তার অবদানে আমরা উন্নয়নশীল দেশে অবতীর্ণ হয়েছি। আমাদের দেশের একটা বুঝতে বলছে একুশে ফেব্রুয়ারীতে ফুল দেয়া বেদাত, তারা বলছে সমাজতন্ত্র বেদাত, ইসলামী শাসন ছাড়া কোন শাসন থাকবে না। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশকে অকার্যকর করার একটি চক্রান্ত। আর চার মূলনীতি যে মানছে না, সে কিন্তু সংবিধানের বরখেলাপ করছে। আমরা সামাজিক ও সাংস্কৃতিক ভাবে কিন্তু ব্যর্থ হয়েছে কারণটা হচ্ছে আমরা মুখাপেক্ষী হয়েছে রাজনৈতিক দলের। আমার মনে হচ্ছে রাজনৈতিক দলকে আমরা সমর্থন দিব, আমাদের দলগুলোকে আমরা সমর্থন দিবে কিন্তু সেই সমর্থন তাদের কোনো ভুলকে চিহ্নিত না করে না। মৌলবাদকে রুখে দেয়ার জন্য সরকারের ভয়াবহ সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। আমরা দেখছি সারাবিশ্বে ডিজিটাল টেকনোলজি ভয়াবহ ভাবে ব্যবহার করা হচ্ছে এটাকে কিভাবে সঠিক ব্যবহার করা যায় সেটার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে এবং এটা যেন অপব্যবহার না হয় তার জন্য একটা আইন থাকতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের চাওয়া একেবারে বৈষম্যহীন বাংলাদেশ, অসাম্প্রদায়িক ও গণতন্ত্রের বাংলাদেশ।