নিউজ আওয়ার এক্সট্রা এটিএন নিউজ ২১৩০ ঘটিকা ০৪ মার্চ ২০২১_
2021-03-04 21:30:00
পারভেজ করিম আব্বাসীঃ
বাংলাদেশ-ভারত সম্পর্ক এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে সামনের দিনের জন্য ভালো কিছু আশা রাখে। কিছু কিছু পুরনো জিনিস আছে, এখনো দুই পক্ষের মধ্যে প্রতিবেশী দেশ থাকলেও, সেখানে অস্বস্তি সৃষ্টি করে। আমাদের ভালো দিকের মধ্যে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সাহায্য করেছে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নতি হয়েছে। আমাদের ভারতের সাথে ব্যবসার ব্যাপারে বলেন, ভারতের সাথে বিনিয়োগের কথা বলেন, এর জন্য নতুন পদ্ধতি খোঁজা হচ্ছে। ভারত থেকে যে ভ্যাকসিন আমাদের এখানে এসেছে, এখানে কিছু ভালো দিক দেখা যাচ্ছে এবং আমাদের বাণিজ্যিক ঘাটতি রয়েছে কিন্তু আমরা এই ঘাটতিটা কাটিয়ে উঠতে পারব।
মেজর জেনারেল (অব:) এ কে মোহাম্মদ আলীঃ
বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে, ৭১ এর প্রজন্ম যারা আমরা বলে থাকি, ১৯৭১ সালে ভারতের সাথে রক্তের যে সম্পর্ক ছিল, বর্তমানে সেটা আরো ভালো হয়েছে। সর্বোচ্চ পর্যায় থেকে দুই রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে সীমান্ত হত্যা গ্রহণযোগ্য নয় এবং এটি কিভাবে শূন্যের কোটায় আনা যায়, সেই অঙ্গীকার রাষ্ট্রের পক্ষ থেকে করা হচ্ছে। সীমান্তহত্যা যে কারণে হচ্ছে সেটা আলোচনায় আসা উচিত এবং ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে কোন হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য নয়। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত যে হত্যাকাণ্ড হত, সেখানে প্রতি বছর ৩৫০ জন হত্যাকাণ্ড হতো। বর্তমান সময়ে সীমান্তহত্যা অনেক কমে গেছে, যা বছরে ২০ থেকে ৩০ জনে নেমে এসেছে এবং কোন হত্যাকান্ড আমাদের জন্য কাম্য নয়। সীমান্ত এলাকায় যারা বসবাস করছেন, সীমান্ত এলাকায় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে।
রিয়ার অ্যাডমিরাল (অব.) এ এস এম এ আওয়ালঃ
আমাদের সাথে ভারতের যে সম্পর্ক, এটা শুধু আমাদের জন্য না এবং বৃহৎ একটা দেশের সাথে আমাদের যে অবস্থান, সে তুলনায় আমাদের সম্পর্ক অনেক ভালো। ভারত আমাদের প্রতিবেশী দেশ, স্বাধীনতার মাধ্যমে আমাদের যে সম্পর্ক হয়েছিল, তাতে স্বাভাবিকভাবেই আমরা স্বাধীনতা লাভ করেছি। ভারত যে সহায়তা আমাদের করেছেসম্পর্ক সেটা ভালো হবে এবং ভালো হওয়া উচিত। বাংলাদেশ-ভারত সম্পর্ক সেখানে অন্যান্য যে সম্পর্ক আছে, তাদের বিভিন্ন যে সেক্টর আছে সে তুলনায় আমরা খারাপ অবস্থানে আছি, সেটা বলা যাবে না।
মাঈনুল আলম, সাংবাদিক
গত ৫০ বছরে কোন কোন ক্ষমতাশীল দল ছিল এবং কিছু দল ছিল যারা ভারতের বিরোধিতা করেছেন। ভারত সরকার সবসময় বলে আসছে সীমান্তহত্যা দুঃখজনক এবং সীমান্তে যদি কোন অপরাধ না থাকে তাহলে হত্যাও হবে না। আমরা নদী ব্যবস্থাপনার কথা বলছি কিন্তু একটা নদীর পানি আমরা বন্টন করবো, সেটা ঠিক করে রাখা হবে বলে এটা হচ্ছে না। পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি এ ব্যাপারে বাধা দিচ্ছেন এবং উনি চান না এই চুক্তিটা হোক বাংলাদেশের সাথে। এখন যদি এপ্রিল মাসে নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে কোনো পরিবর্তন আসে, তাহলে হয়তো আসার ঝিলিক দেখা যেতে পারে।
৫। মোঃ আজিজুল হক, সাবেক সচিব ও রাষ্ট্রদূত
আমাদের কাছে প্রতিবেশী হিসেবে ভারত যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুটোই মেজর কান্ট্রি। বিশ্ব অর্থনীতিতে তাদের যে প্রভাব সেটা ব্যাপক এবং সারা পৃথিবীর ওপর এর প্রভাব পড়ে। আমাদের সরকার অত্যন্ত সফলতার সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলেছেন এবং সেই ভারসাম্য রক্ষার জন্য বন্ধুত্ব রাখতে হবে। এই ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং আমাদের সরকার গভীরভাবে চেষ্টা করছেন, যাতে ভারতের সাথে আমাদের সম্পর্ক আরো উন্নত করা যায়। আমরা চাই দু দেশের সাথে সম্পর্ক ভালো থাকুক এবং তাদের সীমান্ত নিয়ে সমস্যা আছে, তারপরেও অর্থনৈতিক ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশেরই সহযোগিতা দরকার।