তৃতীয় মাত্রা চ্যানেল আই ০১০০ ঘটিকা ০৪ মার্চ ২০২১
2021-03-04 01:00:00
স্থপতি মোবাশ্বের হোসেনঃ
সরকার বিরোধী বক্তব্য যারা দেয় তাদের কাছ থেকে কিন্তু সরকারের অনেক কিছু শিখার আছে। আওয়ামী লীগ বা আমার দল যদি নিজেকে শক্তিশালী করতে চায় তাহলে তার প্রথম দায়িত্ব হচ্ছে বিরোধী দলকে শক্তিশালী করা। যে রাষ্ট্রে ক্রিমিনালদেরকে সবার অগোচরে রাষ্ট্রপতি ছাড় দিয়ে নেন। সেই রাষ্ট্রে জামিন পাওয়া যায় না কেন? ক্রিমিনালদের অসুস্থতাজনিত ছুটি নিয়ে হাসপাতালে রাজকীয়ভাবে দিনের পর দিন থাকার প্রবণতা আমরা দেখছি। আমি গতবছর এই টেলিভিশন টকশোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকার মত ট্যাক্স দিয়েছি। বাংলাদেশের এমপি ও মন্ত্রী সাহেবরা নিয়মিত প্রোগ্রাম করে তো টাকা নিয়ে যায় সেই টাকা কি পরে শো করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক বার বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যারা আমাদের কে মিথ্যা তথ্য দেয় তারা আপনাকেও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে রাখছে।
অজয় দাশগুপ্তঃ
সংসদীয় গণতন্ত্র মানে সংসদে একটা দল থাকবে। এটা তো যারা শাসন করছে তারাও যানে যে আসলে এই ধরণের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়ার কথা না। এখন চাইলেই কি কোন স্বাধীনতা বিরোধী বলতে পারবে আমি স্বাধীনতা বিরোধী, সেই দিন তো এখন শেষ হয়ে গেছে। বিএনপি খাতা কলমে কোথাও নেই কিন্তু অদৃশ্যে আছে এটা একটা ভয়ংকর ব্যাপার না। আলজাজিরার প্রতিবেদনটি কিছু মিথ্যা, অসঙ্গতি রয়েছে কিন্তু এর জন্য যে পদক্ষেপ নেয়ার দরকার ছিল সেটা কি তারা নিয়েছে। বাংলাদেশের জন্ম লগ্ন থেকে এখন পর্যন্ত সব কিছুই হয়েছে কিন্তু অভাব হয়েছে, দারিদ্র হয়েছে সেখান থেকে উঠে দাঁড়ানো হয়েছে। উঠে দাঁড়ানোর পরে ঘুরে অগ্রযাত্রাও হচ্ছে একটা জিনিস হয়নি সেটা হচ্ছে সহিষ্ণুতা ও ক্ষমা।