নিউজ এন্ড ভিউজ বাংলাভিশন ০০০১ ঘটিকা ০৪ মার্চ ২০২১_
2021-03-04 00:01:00
ড. এস এম শামীম রেজাঃ
রাষ্ট্রপক্ষের সরকার আইন তৈরি করে, আমিতো যখন তৈরি করা হয় তখন কিন্তু সেটা খুব দ্রুত পরিবর্তন করা সম্ভব নয়। আইন বাতিলের দাবি করা যেতে পারে, এটা যদি আইনের দৃষ্টিতে দেখা হয় তাহলে একটি আইন তৈরি করা হলো কিন্তু সেটা খুব সহজে বাতিল করা সম্ভব নয় এবং আইনটা কিন্তু প্রতিস্থাপিত করা বা সংস্কার করা সম্ভব। একটা বিষয়ের উপর নির্ভর করে আইন কখনো পরিবর্তন করা সম্ভব নয়। কারণ বর্তমানে যে ডিজিটাল আইনটি নিয়ে বাতিলের দাবি করা হচ্ছে, সে আইনে কিন্তু আরও অনেক বিষয়ে মানুষ সুফল পেয়েছে। ডিজিটাল আইনটি আমাদের দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ।
মাহবুব কামালঃ
সরকারের যারা কর্তাব্যক্তি আছেন তারা এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে চান যে, সরকার বিরোধিতা মানেই হচ্ছে রাষ্ট্র বিরোধিতা। এটা কিন্তু ঠিক না । পুলিশকে যে অবিশ্বাস্য রকম ক্ষমতা দেওয়া হয়েছে, এটা এই (ডিজিটাল নিরাপত্তা) আইনের সবচেয়ে মারাত্মক দুর্বলতার দিক এটা। মনে করা হচ্ছে যে, এটা সরকারের বিরুদ্ধে যাচ্ছে। মনে করা হচ্ছে যে, কোন প্রভাবশালীর বিরুদ্ধে যাচ্ছে। সেগুলোতে মামলা হচ্ছে কিন্তু ওয়াজকারী যারা, যারা সত্যিকারঅর্থে সমাজে উত্তেজনা সৃষ্টি করতেছে এবং নারীদের অবমাননামুলক কথাবার্তা বলছে নারীদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে তো কোন কথা মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কার্যকর হচ্ছে না।
ব্যারিস্টার তানজীব উল আলমঃ
বিরুদ্ধ মত যদি হয় তাহলে সরকারের যে রাষ্ট্রযন্ত্রগুলো আছে তারা অনেক বেশি রিএকটিভ আচরণ করতেছে এবং এটা যতটানা যিনি মন্তব্য করেছেন তাকে আসলে আইনের আওতায় আনার জন্য তারচেয়ে বেশি একটা ভীতিকর পরিবেশের সৃষ্টি করার জন্য ।