গোলটেবিল আরটিভি ২৩২০ ঘটিকা ০৩ মার্চ ২০২১
2021-03-03 23:30:00
শেখ রবিউল আলমঃ
সরকার এর মধ্যে প্রচন্ড জনভীতি কাজ করছে এবং আপনি রাজনীতি করতে গিয়ে রাজনীতি কর্মসূচী পালনে বাধা রয়েছে। করতে গেলে নিগৃহীত হবেন, রক্তাক্ত হবেন, গ্রেফতার হবেন এবং জেলে যাবেন। আবার ভিন্নমত প্রকাশ করলে জেলে যাবেন লাশ হয়ে বের হবেন। যে ক্ষমতাসীন আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতায় আছে এবং যে প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনা করছে এতে গণ মানুষের অধিকার রহিত হচ্ছে। গণ মানুষ তার রাষ্ট্রের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
সুভাষ সিংহ রায়ঃ
সরকারে যে দল আছে আওয়ামী লীগ সে তার লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং জন্মসূত্রে পাওয়া তার কিছু সংগ্রামী চেতনা সেখান থেকে সে কখনো বিচ্যুত হয়নি। রাষ্ট্র কাঠামো পরিচালনার ক্ষেত্রে অনেক গুলো ব্যত্যয় এর জায়গা সারা বিশ্বব্যাপী আছে। একটি রাজনীতির কাঠামো রাষ্ট্রযন্ত্র পরিচালনার ক্ষেত্রে সরকারি দলের সাথে সহযোগী প্রতিপক্ষ হিসেবে বিরোধী দল থাকবে।
ওয়াদুদ ভুঁইয়াঃ
তারা এতটা অসহিষ্ণু, তারা আজকে সংবাদপত্র মিডিয়াকে তারা সহ্য করছে না। এটার প্রতিফলন ঘটছে আলজাজিরা যে নিউজ করলো এই নিউজে সরকারের গাত্রদাহ শুরু হয়ে গেল, সরকারের থলের বিড়াল বেড়িয়ে গেল। সরকারের সকল অপকর্মের হোতা হিসেবে আল-জাজিরা কাকে দায়ী করল? কে এই লিডার, কে গ্যাং লিডার এটা তো আলজাজিরা দেখিয়ে দিল প্রমাণ করে দিল। সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় সরকার বহাল আছে। সরকার উন্নয়নের নাম দিয়ে কতিপয় ব্যক্তির উন্নয়ন করছে।
আব্দুল ওয়াদুদ দারাঃ
আওয়ামী লীগ সরকার গত ১২ বছরে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে সে জায়গা দেখে বিএনপির হিংসা হয়। যে তারা কি করবে তারা কোন এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাবে, এমন কোন এজেন্ডা বাংলাদেশে নেই যে এজেন্ডা আওয়ামী লীগ বাস্তবায়ন করছে না কল্যাণের জন্যে অকল্যাণের জন্য না। এমন কোন অকল্যাণের এজেন্ডা নেই যাকে আমরা ধামাচাপা মাটি চাপা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি না।
মনজুরুল আজিম পলাশঃ
আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক সক্রিয় একটা জায়গায় পাই এবং আওয়ামী লীগ করেনা এমন অনেকের তার প্রতি একটা আস্থা আছে। কারণ তার একটা কড়া নীতিগত অবস্থান আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি কিন্তু কোন ব্যবস্থা কিন্তু আমরা আর পাই না। যখন একটা রাষ্ট্রের কোন ব্যবস্থা কাজ করেনা। একজন ব্যক্তিকেও যে কোন বিষয়ে ইনভল্ব হতে হচ্ছে। আওয়ামী লীগের জন্য এটা এতো দুঃখজনক নাগরিক হিসেবে তিন তিনবার দলটা ক্ষমতায় থাকার পরও উন্নয়নের সংজ্ঞাটা এখনো আমরা বুঝলাম না। এখনো উন্নয়নটা হচ্ছে একটা জায়গাকে অন্ধকার করে আরেকটা আলোকিত করা।
ফখরুল ইসলামঃ
আসলে সারা পৃথিবীতে গণতন্ত্রের অবস্থা খুবই কাহিল। আমাদের শাসন ব্যবস্থার যে নতুন পদ্ধতি গণতন্ত্র সেটা এখন একটু চাপের মধ্যে পড়েছে। গণতন্ত্রে প্রথম যে বিষয় আছে সেটা হলো নির্বাচন। যে নির্বাচন দিয়ে জনগণ এই গণতন্ত্রের কাজটা করবে এখানেই আমাদের সমস্যা রয়ে গেছে। বিভিন্ন সময়ে যে ১১টা নির্বাচন হলো আমাদের, এই ১১টি নির্বাচনে ২-৩টা নির্বাচন ছাড়া সবগুলো কিন্তু ভালো নির্বাচন হয়নি। এবার যে নির্বাচন হয়েছে এখানে কিন্তু কোন জোট ছিল এটা সমঝোতার নির্বাচন করেছি।