সংবাদ সম্প্রসারণ ডিবিসি নিউজ ২০০০ ঘটিকা ০৩ মার্চ ২০২১
2021-03-03 20:00:00
অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নীঃ
এখন কখনো মৌলিক অধিকার দেশে কারো আছে? কিংবা সাংবিধানিক অধিকার বাংলাদেশে কি আছে? এখন তো একটা একদলীয় যেরকম একটা সরকার আমরা দেখছি। আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে তো ১৫টি মামলা ছিল কিন্তু সেই মামলাগুলো তো উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে, সেগুলো তো আর একটাও নেই কিংবা উনাকে তো ট্রাইল ফেস করতে হয়নি কোন মামলায়। এখন তো একটা কর্তৃত্ববাদী একটা যে সরকার, একদলীয় সরকার। উনারা জনগণের ম্যান্ডেট ছাড়া বসা আছে।
ড. রেজোয়ান সিদ্দিকীঃ
আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তব্যে এই কথা বলেই যাচ্ছেন যে, তিনি (বেগম খালেদা জিয়া) এতিমের টাকা মেরে খেয়েছেন। কোথায় মেরে খেয়েছেন কোথায়? টাকাটা তো ব্যাংকে আছে, তাহলে আপনি এটার উপরে সাজা দিলেন কিভাবে? যারা হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে তাদেরকে আপনি ধরেনও না, ছোঁনও না, কথাও বলেন না। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না। প্রথম থেকে যখন এটা (পাপুলের গ্রেফতার) বলা হলো, মিডিয়ায় নিউজটা এলো। তখন কিন্তু আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে বেশ নির্বিকার।
ড. শফিউল আলম ভূইয়াঃ
পাপুল কোন না কোন উপায়ে রাজনীতিতে প্রবেশ করেছে। কুয়েতে সে কোন ধরণের ব্যবসা করে যেমন, আদম ব্যবসা থেকে শুরু করে নানা ধরণের ব্যবসার সাথে সে সরাসরি জড়িত। তাই কুয়েতের আদালত তাকে শস্তি দিয়েছে এবং সেই কারণেই তার আসনটি খালি হয়েছে। তো এই ধরণের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকবে তার আসন ফাঁকা হবে এটাই স্বাভাবিক। মিয়ানমারের আন্দোলনে সেখানকার অবস্থার একই অবস্থা বিরাজ করেছে। এবং তাদের যদি সক্ষম করতে হয় তাহলে বিশ্বের অন্যান্য দেশের সমর্থন লাগবে।