একাত্তর জার্নাল একাত্তর টিভি ২৩৪০ ঘটিকা ০২ মার্চ ২০২১
2021-03-02 23:40:00
অসীম কুমার উকিলঃ
বিএনপি'র যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে, সেগুলো কি মনে হচ্ছে না যে রক্তপাত করার মতো? সেই রক্তপাতময় রাজনীতি করার জন্য সরকার তো পারমিশন দিতে পারেনা। বিএনপি রাজনৈতিকভাবে সমস্ত কিছু হারিয়ে ফেলেছে আর শুধু প্রলাপ বকছে। রাজশাহী দূরপাল্লার বাস কেন বন্ধ করে দেওয়া হয়েছে সেটা অবশ্যই মিছিল-মিটিংয়ের ভয়ের কারণে। বিএনপির স্বভাব আন্দোলনকে আরও ভয়ঙ্কর রূপ দেওয়ার চিন্তায় ছিল। তাই তাদের এখানে অনেক চেকপোস্ট এবং অনেক ব্যবস্থাপনা করা হয়েছে।
হারুন অর রশীদঃ
রাজশাহীর প্রবেশ পথে সেখানে বিশাল চেকপোস্ট বসিয়েছে একেবারে পুলিশ অফিসার লাগিয়ে। সেখানে রীতিমতো আমার গাড়ির সামনে পুলিশ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল, না যেতে দেওয়া যাবে না। আপনি আজকে টেলিভিশনের ফুটেজ-এ দেখবেন তাবিথ আউয়াল সড়কপথে রাজশাহীতে ঢাকা থেকে এসেছে। তাকে পুঠিয়াতে আটকে দেওয়া হয়েছে। বলেছে, না যেতে দেওয়া যাবে না। উনি (তাবিথ) বলছে কার নির্দেশে বলছে উপরের নির্দেশ। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। নির্বাচনের নামে তামাশা হচ্ছে, প্রহসন হচ্ছে এটার প্রতিবাদও আমরা করতে পারবোনা? । প্রেসক্লাবের সামনে, এই ডিজিটাল অ্যাক্টের আওতায় একজন সাংবাদিককে গ্রেফতার করে, জামিন তাকে ৮ মাস থেকে দেওয়া হয়নি। নৃশংসভাবে কারাগারে তাকে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদ আমরা করবো না? তার প্রতিবাদ পুলিশ করতে দিবেনা? প্রেসক্লাবে অনুমতিও লাগে।
অমিও সৃজন সাম্যঃ
একটি বিজ্ঞাপনে উল্লেখ ছিল 'কালো তবু সুন্দর' এটায় একটা সমস্যা আছে আর সেই সমস্যাটা হলো একটা মানুষের বাহ্যিক যে গায়ের রং সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষের সৌন্দর্যের সাথে কিন্তু বাহ্যিক আকার বা গায়ের রং অথবা বর্ণের সাথে সম্পর্ক থাকা উচিত নয়। একজন প্রতিবেদক যখন একটি শিরোনাম নির্ধারণ করেন ভেতরের লেখা কি আছে সেটা বুঝা যায় না বা সেটা আমাদের জানার কথা নয়।
আবু মোর্শেদ চৌধুরীঃ
কক্সবাজার বৈধ বা অবৈধ পথে যেভাবেই হোক টাকা অর্জনের একটা মাধ্যম। এক নারীর ব্যাগ ছিনতাই করতে গিয়ে কনস্টেবলসহ আটক ২ পুলিশ সদস্য। আমাদের এসপি সাহেবের তৎপরতা ও আন্তরিকতা লক্ষ্য করেছি এই ছিনতাই হওয়ার সাথে সাথে। এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। কিছু খারাপ পুলিশ সদস্যদের জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টে বদনামের ভাগি হচ্ছে, সেটা উচ্চপদস্থ কর্মকর্তাদের বিবেচনা করা উচিত।
ড. সেজান মাহমুদঃ
করোনার নতুন ভেরিয়েন্ট একদম যে হঠাৎ করে শুরু হয়েছে তা নয়। প্রথম থেকেই নানান রকমের ভেরিয়েন্টের কথা আমরা শুনছিলাম। ইদানিং যেটা ইউকে ও সাউথ আফ্রিকাতে দেখা গেল। যেটা নিয়ে বেশি চিন্তিত সবাই। আমেরিকাতেও এরকম নতুন ভেরিয়েন্ট চার-পাঁচটা স্টেটে দেখা গেছে এবং সিডিসি একটা পর্যবেক্ষণ শুরু করেছে। যে এটা খুব বড় ধরনের প্রভাব পড়বে ফলে আমাদের মহামারী বন্ধ হয়ে যাবেনা অথবা আরও নতুন করে বাড়বে এরকম আশঙ্কা করার মতো বড় কোন কেস আমরা দেখছি না।