একাত্তর জার্নাল একাত্তর টিভি ২৩৪০ ঘটিকা ০১ মার্চ ২০২১
2021-03-01 23:40:00
মতিউল হক টিটোঃ
বিএনপি'র আহবানে একটা কর্মসূচি থাকার কারণে ঢাকাতে কিছু বিশৃঙ্খলা দেখা দেয় যার কারণে আজকের সকালের পর থেকেই সকলের ভিতরে একটি আতঙ্কিত ছিল তারপরও আমাদের জেলা পর্যায়ের গাড়ি গুলো চলে পাশের জেলার লোকজনও খোঁজখবর নিচ্ছে যে পরিস্থিতি কেমন হতে পারে। মালিক সমিতির মধ্যে আতঙ্কের কারণেই আস্তে আস্তে গাড়ি চলা শুরু করেছে।
ডাবলু সরকারঃ
অতীতে যে ঘটনাগুলো রাজশাহীতে ঘটেছে এটা একটা মর্মান্তিক ঘটনা বেশ কয়েকটি ঘটনা রাজশাহী ঘটেছে। আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে কিন্তু এখানে মানুষ আহত হয়েছে অনেক মৃত্যুবরণ করেছে অনেক হেলপাররা নিহত হয়েছে। এই আতঙ্ক মানুষের মাঝে আছে। আর এই কারনেই হয়তো বা মালিক সমিতির মনে করছেন যে ওই ধরনের কোন ঘটনা রাজশাহীতে হতে পারে সেই কারণে তাদের নিজেদের জান-মালের কথা চিন্তা করে গাড়ি চলাচল বন্ধ রেখেছে।
মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুলঃ
আমরা ১৬ তারিখে এই চিঠি আমরা দিয়েছিলাম যে প্রশাসনের কাছে উন্মুক্ত একটি জায়গায় আমরা জনসভা করব সেই জায়গাতে প্রশাসন কিন্তু গতকাল পর্যন্ত আমাদের সাথে বলা হয়েছে যে আমাদের একটা উন্মুক্ত জায়গা দেবে এবং সেটি আমরা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম কিন্তু আজকের সকাল থেকে দেখলাম যে বাস-ট্রাক বিভিন্ন যানবাহন গুলি মালিক সমিতির তারা জনসাধারণের সুবিধার্থে যে কাজটি করা দরকার সেটি না করে তারা আওয়ামী লীগের পক্ষে এবং তারা এই কাজটি বন্ধ করে দিয়েছে এখানে আমরা বুঝতে পারছি যে মালিক সমিতি কেন কি কারণে এই কাজটি করলো। এখানে গত কয়েকদিন আগেই ছাত্রলীগের সমাবেশ হয়েছে, সম্মেলন হয়েছে সেখানে তো কোন প্রয়োজন ছিল না সেখানে শহরের মধ্যে যানজট দেখেছি ছাত্রলীগের বিভিন্ন জায়গা থেকে সম্মেলনে নেতৃবৃন্দ এবং কেন্দ্র থেকে নেতৃবৃন্দ কোন সমস্যা আমি দেখি নাই।
ডা. এ এস এম আলমগীরঃ
অনেকেরই ভ্যাকসিন নেওয়ার পরপরই করোনা পজিটিভ আসছে অনেকেই হয়তো মনে করে আসলে এই কথাটি সঠিক নয়। টিকা নিলে কখনোই করোনা পজিটিভ হবে না। এখন যারা করোনা পজিটিভ হচ্ছে টিকা নেয়ার পরে তারা মূলত আগে থেকেই করোনা পজিটিভ ছিল। টিকা নেয়ার ১৪ থেকে ২১ দিন পরে তখন যদি আক্রান্ত হয় সেটা হবে মৃদু। কোন জটিলতা তৈরি হবে না এবং মৃত্যুঝুঁকি একেবারে শতভাগ কমে যাবে। এইজন্যই টিকা নেওয়ার জন্য আমরা মানুষকে এত তাগিদ দিচ্ছে।
মোঃ আলমগীরঃ
১৯৭২ সালের চট্টগ্রাম বিমান বাহিনী ঘাঁটি জহিরুল সম্প্রসারণের লক্ষে বঙ্গবন্ধু আমাদেরকে আমাদের বাপ-দাদাদেরকে এখান থেকে স্থানান্তর করে পার্শ্ববর্তী লালদিয়ার চর প্রবাসীতো করেন। এবং সাথে সাথে একটা প্রাথমিক বিদ্যালয় তিনি এখানে প্রদান করেছিলেন। এখানে ৪০০ পরিবার ছিলাম এই ৪০০ পরিবারকে ১২৪ একর জমি তৎকালীন ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে জেলা প্রশাসন বসিয়েছিলেন আমাদেরকে। আমরা দু'বছর খাজনাও দিয়েছি। আমাদের এই জায়গার বিরুদ্ধে একটি মামলা হয়েছে আমরা নাকি নদীতে বসবাস করছি মানে নদীর জায়গা দখল করেছি এরকম একটি কথা বলে বন্দর কর্তৃপক্ষ ডেকেছিলেন।
লুৎফর রহমানঃ
ফ্রি মেডিকেল আমরা সাধারণত বড় পরিসরে করি যেমন গত বছর আমাদের রোগী হয়েছিল প্রায় ৫ হাজারের মত এর আগের বারও সাড়ে তিন হাজারের মত রোগী হয়েছে এবার করোনার কারণে শারীরিক দূরত্বের কারণে এবার রোগীর সংখ্যা কম হয়েছে। ফ্রি মেডিকেল করার জন্য আমার ১ লক্ষ মত খরচ হয়।