সমসাময়িক বিষয় টেবিল টক এশিয়ান টিভি ১৮৩০ ঘটিকা ০১ মার্চ ২০২১
2021-03-01 18:30:00
আরিফা রহমান রুমাঃ
আমাদের সামাজিক আর্থিক অবস্থা যখন উন্নত হয় তখন আমাদের গৌরব বাড়ে, সম্মান বাড়ে। তখন কারো কাছে হাত পাতার প্রয়োজন হয়না। আমাদেরকে আরেকটা স্তর পার হতে হবে, কিন্তু করোনা মহামারীর কারণে সেটা আরো দুই বছর বেড়ে পাঁচ বছর হয়েছে। করোনার কারণে আমরা একটু থমকে গেছি তবে পিছিয়ে যাইনি। আমাদের অর্থনীতির অনেক অগ্রগতি হয়েছে। ১৯৭৫ সালে আমরা স্বল্পোন্নত দেশের তালিকায় যুক্ত হই, তারপর থেকে যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনই বৈশ্বিকভাবে অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সূচকগুলোতে বাংলাদেশ এগিয়ে ছিল এটা প্রমাণিত। যখনই আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় থাকে তখন তাদের মনোযোগ বাংলাদেশের প্রতি থাকে। বাংলাদেশ আওয়ামী লীগ বাদে অন্য যেকোনো সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দেখা গেছে আমাদের দেশটা অনেক পিছিয়ে গেছে।
অজয় দাশগুপ্তঃ
স্বাধীনতার ৫০ বছর আজকে মার্চের ১ তারিখ শুরু হল এবং ২৬ শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এই বছরের প্রস্তুতি পর্যায়ে এমন একটি ঘোষণা জাতিসংঘ দিলো এটা আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সবচেয়ে বড় উপহার। এই দেশটির জন্য বঙ্গবন্ধু সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। যারা এই দেশটাকে চায়নি, এই দেশের অগ্রগতি দেখতে চায় না, জাতিসংঘের স্বীকৃতি শুনে যাদের কান্না পায় সেই রকম মানুষগুলো ৫০ বছরের মধ্যে ৩০ বছর ক্ষমতায় ছিল। আমরা ২০ বছরের মধ্যে দেশটাকে একটা শক্ত অবস্থানে নিয়ে এসেছি।
বাংলাদেশ দুই জায়গায় সাহস দেখিয়েছে। একটা হচ্ছে অর্থনৈতিক স্বচ্ছলতা বেড়েছে আমাদের, আরেকটা হচ্ছে রাজনৈতিক দৃঢ়তা বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের এই অর্জনটা গোটা বাংলাদেশের জনগণের। সর্বস্তরের মানুষ করোনা মহামারীর মধ্যেও সফলতার সাথে সব কাজ চালিয়ে গেছে।
হেলাল উদ্দিনঃ
বর্তমান সরকারের আমলে আমাদের একের পর এক সাফল্য আসছে। আমাদের উন্নয়নগুলো দৃশ্যমান। জাতিসংঘ গত কাল বা পরশু যে ঘোষণা দিয়েছে এটা বাংলাদেশের মানুষ হিসেবে আমি গর্বিত। আমরা যখন একটা সময় দেশের বাইরে যেতাম তখন আমাদের বলা হতো আমরা দরিদ্র দেশের মানুষ। আমরা বীরের জাতি, এদেশ কেউ দান করে নাই। আমরা রক্ত দিয়ে এদেশকে অর্জন করেছি। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো সেক্ষেত্রে আমাদের সঠিক নেতৃত্বের দরকার। আমাদের সূচকটা যে হারে বেড়েছে এটা বহু দেশে সামাজিক ক্ষেত্রে এত দ্রুত উন্নয়ন করতে পারেনি। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, জীবনযাত্রার মান বেড়েছে। আমরা খুবই স্বল্পোন্নত দেশে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি।