নিউজ এন্ড ভিউজ বাংলাভিশন ০০০১ ঘটিকা ২৮ ফেব্রুয়ারি ২০২১
2021-02-28 00:01:00
মঞ্জুরুল ইসলামঃ
দেশের সরকার প্রধানের সাথে এই করোনার মধ্যে এই ধরনের কথোপকথনগুলো আমরা গণমাধ্যমকর্মীরা সব সময় সরকারের বিভিন্ন মুখপাত্রের কাছ থেকে তথ্য শুনি বা বক্তব্য শুনি বা অবস্থান শুনি কিন্তু আমরা যেহেতু বাস্তবতা বুঝি শেষ পর্যন্ত সরকারপ্রধান কি ভাবেন এই বিষয়গুলো নিয়ে। এরকম কতগুলো বিষয়ে উত্তর পাই এই কারণে অন্ততপক্ষে সাধুবাদ দিতে চাই, অনেকদিন পরে এই করোনার মধ্যে প্রথম একরকম ডিজিটাল সাংবাদিকদের মধ্য দিয়ে একটা সংবাদ সম্মেলন করা। এটা আমাদের দেশের জন্য ভালো এবং যেকোনো উন্নত দেশের জন্য ভালো। এটা হলে এক ধরনের জবাবদিহিতা নিশ্চিত করা। গত ৪৮ ঘণ্টায় গণমাধ্যমগুলোতে যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যাবে যে, সংবাদ মাধ্যমগুলোতে প্রধান শিরোনাম হচ্ছে, করোনাকালে টিকার পরিস্থিতি, ডিজিটাল নিরাপত্তা আইন ও নিহত মুস্তাক আহমেদ এর ঘটনা, আলজাজিরা নিয়ে আলোচনা হচ্ছে এবং সর্বশেষ ঘটনা হচ্ছে আমরা উন্নয়নশীল দেশে পদার্পণের স্বীকৃতি পাওয়া। আমরা সাংবাদিকরা আজকের সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকগুলো প্রশ্ন করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেগুলোর উত্তর দিয়েছেন।
রাজেকুজ্জামান রতনঃ
আইন তার নিজস্ব গতিতে চলবে, এই কথাটা আমরা শুনছি কিন্তু আমরা তো দেখছি আইন শাসকের ইচ্ছার গতিতে চলে। শাসকরা যেমন-তেমন চান না আইনের গতিতে তেমন তেমন ভাবে নির্ধারিত হয় । সেই দুঃখজনক ঘটনা রামুর কিংবা সাঁথিয়ার কিংবা রংপুরের তাদেরকে কিন্তু খুব বেশি আইনের আওতায় আমরা আনতে দেখি নাই কিন্তু তাদের জন্য অত বেশি শাস্তি আমরা দেখি নাই। যতটা আবার সাম্প্রতিক সময়ে কার্টুনিস্টদের ব্যাপারে কিংবা লেখকদের ব্যাপারে দেখছি, ফলে আইন কি তার গতিতে আর মেনে চললো? ।