একাত্তর মঞ্চ একাত্তর টিভি ২০০০ ঘটিকা ২৭ ফেব্রুয়ারি ২০২১
2021-02-27 20:00:00
হাসানুল হক ইনুঃ
কারাগারে মোস্তাক আহমেদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, এটা একটি মর্মান্তিক ঘটনা, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। কারাগারে একজন লেখক সাংবাদিক জামিন না হওয়ার কারণে আটকে থাকা অবস্থায় মারা গেছে সেটা দুঃখ জনক এবং এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যেকোনো মৃত্যু কাম্য নয়, সেদিন থেকে এই মৃত্যু কাম্য না, বর্তমান সরকার এর সুষ্ঠু ব্যবস্থা করবেন। ডিজিটাল নিরাপত্তা আইনে এবং তারা জামিন পাওয়ার পর জামিন পাচ্ছে না, এ ব্যাপারে যে দলের লোক হোক না কেনো, সে তো আর দেশ থেকে পালিয়ে যাচ্ছে না। যেকোনো অজামিনযোগ্য ধারা বাংলাদেশ দন্ডবিধি অপরাধ কিন্তু বাস্তবে প্রত্যেক বন্দি জামিন পাওয়ার অধিকার রাখে। ডিজিটাল নিরাপত্তা আইন যারা প্রয়োগ করছেন পুলিশ কর্মচারী কিংবা আদালতের বিচারকরা এটা নিয়ে নাড়াচাড়া করছেন তদন্ত কর্মকর্তারা এবং এটার একটা অংশ। ডিজিটাল সমাজটাকে যদি এগিয়ে যেতে হয় উন্নয়নের পথে, তাহলে আপনার সমালোচনার অধিকার, বাক স্বাধীনতার অধিকার রক্ষা করে চলতে হবে।
শ্যামল দত্তঃ
আজকে মাননীয় মন্ত্রীরা যা বলছেন তা দেখাশোনা করা দরকার এবং এ আইনটি গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবহৃত হবে পর্যালোচনা করে এনকে সংশোধন করা হয়। আমরা ডিজিটাল আইনের বিরুদ্ধে ছিলাম, আমরা বলেছিলাম এই আইনটা গণমাধ্যমের অনেক অনেক সুযোগ রয়ে গেছে এবং আমরা কোন কোন ধারায় অপরাধ করার সুযোগ আছে সেগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে তৎকালীন আইনমন্ত্রী এবং বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক, তৎকালীন মন্ত্রী ইমরান হান্নান উনাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। উনারা আমাদের বারবার আশ্বস্ত করেছিলেন যে আইন ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম না কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? আজকে ওনারা উপলব্ধ করছেন, আমরা কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছি, আমরা প্রেস কনফারেন্স করেছি। আজকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন, আজকে আমরা উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে চলে গেছে। আন্তর্জাতিক সংস্থা সংগঠন বাংলাদেশের বিরুদ্ধে আংগুল ছুঁয়েছে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যার জন্যই আলোচনা আমাদের করতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন বদলে যাওয়া বাংলাদেশ, সেই বদলে যাওয়া বাংলাদেশ কেন আমাদের এ আলোচনা করতে হবে, যে কারাগারে হেফাজতে একজন মানুষ মারা যাবে?