টেবিল টক এশিয়ান টিভি ১৮৩৬ ঘটিকা ২৪ জানুয়ারি ২০২
2021-01-24 18:30:00
এবিএম মোশাররফ হোসেনঃ
বিভিন্ন দেশ করোনা ভাইরাসের টিকা বিতরণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছে। যেমন ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এই দেশগুলো প্রথমে ডাক্তার নার্স এদেরকে দিবেন তারপরে তারা সরকারি লোকজনদের দিবে এবং পরবর্তীতে ৭০ ঊর্ধ্ব নাগরিককে টিকা প্রদান করবে। এখানে আমাদের দেশে এ ধরনের কোনো নির্দেশনা আমরা এখন পর্যন্ত দেখছি না। আমরা প্রত্যাশা করেছিলাম টিকার ক্ষেত্রে সরকার সুনির্দিষ্ট একটা রোডম্যাপ ঘোষণা করবে কিন্তু তা সরকার এখন পর্যন্ত করেনি। আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করি সরকার যেন একটি সঠিক রোডম্যাপ তৈরি করে এবং সেটা জনসাধারণকে জানায়। সরকার অনেক ধরনের আন্তর্জাতিক এবং দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে যেগুলো নিয়ে আমাদের সমালোচনা করার কথা না। তবে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হওয়ার পরেও আমরা বেক্সিমকোর মাধ্যমে ভারত থেকে ভ্যাকসিন আমদানি করছে তাও আবার এক ডলার করে বেশি দিয়ে। ভারত বন্ধুরাষ্ট্র হওয়ার পরেও কেন আমাদের তৃতীয় পক্ষকে আনতে হবে? এই প্রশ্নটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে করলাম কোন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়।
সুনীল শুভ রায়ঃ
করোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে এমনিতেই এক ধরনের আতঙ্ক কাজ করে। এমনিতেই করোনার ভ্যাকসিন নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক রয়েছে আমার মনে হয় আমাদের এমন কোন কিছু বলা উচিত নয় যাতে করে সাধারন মানুষ ভ্যাকসিন নিয়ে আতঙ্কগ্রস্থ হয়। ভারতে ভ্যাকসিন এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেটা হতেই পারে, যখন আমাদেরকে ছোটবেলায় টিকা দেয়া হতো তখন আমাদের জ্বর আসছে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিত। একটি টিকা বা ভ্যাকসিনে কিছুটা পার্শপ্রতিক্রিয়া থাকবে এটা স্বাভাবিক। ভ্যাকসিন নিয়ে যেহেতু মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে তাই সরকারের তরফ থেকে সঠিক ধারণা প্রকাশ করা উচিত যে এই পরিমাণ ভ্যাকসিন এসেছে এবং ধাপে ধাপে আমরা ভ্যাকসিন বিতরণ করা শুরু করবো। সাধারণ মানুষের সাথে সাথে সকলেরই সরকারের কাছে একই প্রত্যাশা রয়েছে বলে আমি মনে করি। করোনার বিষয়টা সম্পূর্ণ আলাদা তাই সরকারের একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা উচিত এবং উন্মুক্ত করা উচিত যে এই ভ্যাকসিন কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে।
এ্যাডভোকেট সানজিদা খানমঃ
বিরোধী দলগুলোকে সব সময় এক ধরনের সমালোচনা মূলক কথাবার্তা বলতে শুনবেন। এই করোনা মহামারী সময় তারা করণা টিকা নেওয়া বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন। সারা দেশজুড়ে যখন একটি সংকট আসে তখন সেই সংকটময় সময়ে পাশাপাশি দাঁড়িয়ে কাজ করতে হয় সমালোচনা নয়। আমরা একজন আরেকজনের প্রতি কাদা ছোড়াছুড়ি তো ব্যস্ত থাকি। এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে এবং সকলে মিলে একসাথে কাজ করতে হবে। সরকার ভালো কাজও করে সরকারের ভালো কাজের অংশিদার না হয় ভালো কাজগুলোর সমালোচনা করা আমাদের উচিত নয়।